বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এবারের আইপিএল খেলবেন না বিলিংস ও কামিন্স

  •    
  • ১৫ নভেম্বর, ২০২২ ১২:০৪

আইপিএলের এবারের আসর থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন ইংল্যান্ডের উইকেটকিপার ব্যাটার স্যাম বিলিংস ও অস্ট্রেলিয়ান তারকা পেইসার প্যাট কামিন্স। 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পরবর্তী আসরের মিনি নিলাম বসতে যাচ্ছে ২৩ ডিসেম্বর। কোচিতে হতে যাওয়া নিলামের আগে ১৫ ডিসেম্বরের মধ্যে টুর্নামেন্টের ১০ ফ্র্যাঞ্চাইজিকে জানিয়ে দিতে হবে আসরে তারা কোন কোন ক্রিকেটারদের ধরে রাখবেন।

অন্য দলগুলো যেখানে তাদের আগের আসরের সেরা ক্রিকেটারদের ধরে রাখতে ও শেষ সময়ের দল গোছাতে ব্যস্ত, সে সময় বড় ধাক্কা খেয়েছে কলকাতা নাইট রাইডার্স।

আইপিএলের এবারের আসর থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন ইংল্যান্ডের উইকেটকিপার ব্যাটার স্যাম বিলিংস ও অস্ট্রেলিয়ান তারকা পেইসার প্যাট কামিন্স।

গত বছর আইপিএলের নিলাম থেকে ৭.২৫ কোটি রুপিতে প্যাট কামিন্সকে কেনে কলকাতা। আর চলতি বছর ২ কোটি রুপিতে বিলিংসকে দলে ভেড়ায় তারা।

ভিন্ন দুটি টুইট বার্তায় আইপিএল থেকে সরে আসার ঘোষণা দেন এই দুই ক্রিকেটার।

টুইট বার্তায় কামিন্স বলেন, ‘আমি আগামী আইপিএল মিস করার কঠিন সিদ্ধান্ত নিয়েছি। আগামী ১২ মাস আন্তর্জাতিক ক্রিকেট টেস্ট ও ওয়ানডে দিয়ে ভরা। তাই অ্যাশেজ সিরিজ ও বিশ্বকাপের আগে কিছুটা বিশ্রাম নিব।’

‘কলকাতা নাইট রাইডার্সকে বোঝার জন্য অনেক ধন্যবাদ। দারুণ একটা দল। যেখানে দারুণ কিছু প্লেয়ার ও স্টাফ আছে। আশা করি দ্রুতই আবার ফিরতে পারব’, তিনি যোগ করেন।

বিলিংস টুইটারে লেখেন, ‘আইপিএল ২০২৩-এ না খেলার কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেললাম। আমি ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাটে ফোকাস করতে চাই। কেন্টের সঙ্গে আসন্ন গ্রীষ্মকালীন মৌসুম কাটাতে চাই। কেকেআরকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই এই সুযোগ দেয়ার জন্য। এই ফ্র্যাঞ্চাইজিতে কিছু অসাধারণ মানুষ রয়েছে। তাদের সঙ্গে প্রতিটি মিনিট উপভোগ করেছি।’

এ বিভাগের আরো খবর