বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ওয়ানডে ফরম্যাটের বিসিএল শুরু রোববার

  •    
  • ১৫ নভেম্বর, ২০২২ ১১:৪৫

প্রথম পর্বের ম্যাচ হবে সিঙ্গেল লিগ পদ্ধতিতে। ওয়ানডে ফরম্যাটের পর ডিসেম্বরের প্রথম সপ্তাহে শুরু হবে টুর্নামেন্টটির চার দিনের ফরম্যাটের খেলা।

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দশম আসর শুরু হচ্ছে সামনের সপ্তাহে। ২০ নভেম্বর থেকে মাঠে গড়াতে যাচ্ছে চার দলের এই টুর্নামেন্ট।

দ্বিতীয়বারের মতো ওয়ানডে ও চার দিনের ফরম্যাটে হতে যাওয়া এই টুর্নামেন্টের শুরু হবে ওয়ানডে ফরম্যাট দিয়ে। ফাইনাল বাদে বাকি ম্যাচগুলো হবে সাভারের বিকেএসপির ৩ ও ৪ নম্বর মাঠে।

প্রথম পর্বের ম্যাচ হবে সিঙ্গেল লিগ পদ্ধতিতে। ওয়ানডে ফরম্যাটের পর ডিসেম্বরের প্রথম সপ্তাহে শুরু হবে টুর্নামেন্টটির চার দিনের ফরম্যাটের খেলা।

২০, ২২ ও ২৪ নভেম্বর হবে ম্যাচগুলো। সকাল ৯টায় শুরু হবে খেলা। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল খেলবে ফাইনাল। দিবারাত্রির ফাইনাল ম্যাচটি হোম অফ ক্রিকেট মিরপুরে গড়াবে ২৭ নভেম্বর দুপুর সাড়ে ১২টায়।

এরপর ডিসেম্বরের প্রথম সপ্তাহে মাঠে গড়াবে চার দিনের ফরম্যাটের খেলা। তবে এখনও চার দিনের ফরম্যাটের সূচি প্রস্তুত করেনি বিসিবি।

আসরকে সামনে রেখে মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে প্লেয়ার্স ড্রাফট। অংশ নিয়েছে বিসিএলের এবারের আসরের চার দল সেন্ট্রাল জোন, ইসলামী ব্যাংক ইস্টজোন, বিসিবি সাউথজোন ও বিসিবি নর্থজোন।

আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট টি-টেন লিগে খেলতে যাওয়ার কারণে খেলা থাকায় বিসিএলের ওয়ানডে সংস্করণে খেলা হবে না সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, মৃত্যুঞ্জয় চৌধুরী ও মুস্তাফিজুর রহমানের।

সাকিব, সোহান ও মৃত্যুঞ্জয় খেলবেন বাংলা টাইগার্সের হয়ে। মুস্তাফিজকে দলে নিয়েছে টিম আবুধাবি। এ চার ক্রিকেটারকে টি-টেনে খেলার ছাড়পত্র দিয়েছে বিসিবি। তবে শর্ত জুড়ে দেয়া হয়েছে।৩০ নভেম্বরের ভেতর ফিরে আসতে হবে তাদের। কারণ ৪ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ।

বিসিএলের ওয়ানডে ফরম্যাটের সূচি

২০ নভেম্বর:সেন্ট্রাল জোন বনাম ইসলামী ব্যাংক- সকাল ৯ টা, বিকেএসপি ৩বিসিবি সাউথ বনাম বিসিবি নর্থ- সকাল ৯ টা, বিকেএসপি ৪

২২ নভেম্বর: সেন্ট্রাল জোন বনাম বিসিবি সাউথ- সকাল ৯ টা, বিকেএসপি ৪বিসিবি নর্থ বনাম ইসলামী ব্যাংক- সকাল ৯ টা, বিকেএসপি ৩

২৪ নভেম্বর: সেন্ট্রাল জোন বনাম বিসিবি নর্থ- সকাল ৯ টা, বিকেএসপি ৩বিসিবি সাউথ বনাম ইসলামী ব্যাংক- সকাল ৯ টা, বিকেএসপি ৪

২৭ নভেম্বর: ফাইনাল- বেলা ১২ টা ৩০, শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।

এ বিভাগের আরো খবর