বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিপিএল: ড্রাফটের ৮ দিন আগেও হয়নি বিদেশিদের তালিকা

  •    
  • ১৪ নভেম্বর, ২০২২ ১০:০৪

এবারের আসরে অংশ নেবে সাতটি ফ্র্যাঞ্চাইজি। এই প্রথম ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করেছে বিসিবি। বিপিএলের আগামী তিন আসরের জন্য বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ হয় ফ্র্যাঞ্চাইজিগুলো।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের পর্দা উঠবে আগামী বছরের ৫ জানুয়ারি। টুর্নামেন্টকে সামনে রেখে ইতোমধ্যে শেষ সময়ের প্রস্তুতিগুলো সেরে নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

টুর্নামেন্ট মাঠে গড়াতে হাতে আছে দেড় মাস। সে কারণে চলতি মাসেই আসন্ন আসরের প্লেয়ার্স ড্রাফট করবে বিসিবি।

২৩ নভেম্বর রাজধানীর একটি হোটেলে আয়োজন করা হবে এ ড্রাফটের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন পরিচালক সোমবার নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই পরিচালক জানান, ‘আমরা এ মাসেই বিপিএলের প্লেয়ার্স ড্রাফট করে ফেলব। ২৩ তারিখ প্রাথমিকভাবে আমরা ড্রাফটের দিন ঠিক করেছি। বাকিটা বোর্ড সভাপতির সঙ্গে বসে বোর্ড সভায় সিদ্ধান্ত নেয়া হবে।’

প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী প্লেয়ার্স ড্রাফটের বাকি আর ৮ দিন, কিন্তু এখনও ড্রাফটে কোন কোন বিদেশি খেলোয়াড়কে রাখা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেয়নি বোর্ড।

ফ্র্যাঞ্চাইজিগুলো সরাসরি কয়েকজন বিদেশি ক্রিকেটারের সঙ্গে চুক্তিবদ্ধ হলেও ড্রাফটে রাখতে যাওয়া বিদেশি ক্রিকেটারদের বিষয়টি এখনও অজানা বোর্ডের।

বিপিএলের এক কর্মকর্তা নিউজবাংলাকে বলেন, ‘ওগুলো এখনও সব হয়নি। লোকাল কে কে থাকবে, সেগুলো প্রস্তুত আছে। শুধু বিদেশিদেরটাই বাকি আছে। সময় আছে তো; হয়ে যাবে।’

বিপিএলের গত আসরে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) না থাকলেও আসন্ন আসর থেকে প্রযুক্তিটি পাওয়া যাবে বলে নিশ্চিত করেন তিনি।

বোর্ড পরিচালক যোগ করেন, ‘গত আসরে বিভিন্ন জটিলতার কারণে শেষ পর্যন্ত আমরা ডিআরএস আনতে পারিনি, তবে নিশ্চিতভাবেই সামনের আসরের শুরু থেকেই ডিআরএস থাকবে।’

এবারের আসরে অংশ নেবে সাতটি ফ্র্যাঞ্চাইজি। এই প্রথম ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করেছে বিসিবি। বিপিএলের আগামী তিন আসরের জন্য বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ হয় ফ্র্যাঞ্চাইজিগুলো।

নবম আসরে অংশ নিতে যাওয়া ফ্র্যাঞ্চাইজিগুলো হলো ফরচুন স্পোর্টস লিমিটেড (বরিশাল), মাইন্ড ট্রি লিমিটেড (খুলনা), প্রগতি গ্রিন অটো রাইস মিল লিমিটেড (ঢাকা), ফিউচার স্পোর্টস লিমিটেড (সিলেট), টগি স্পোর্টস লিমিটেড (রংপুর), ডেল্টা স্পোর্টস লিমিটেড (চট্টগ্রাম) ও কুমিল্লা লেজেন্ডস লিমিটেড (কুমিল্লা)।

এ বিভাগের আরো খবর