পর্দা নামল টি-টোয়েন্টি ক্রিকেটের শো-পিস ইভেন্টের। ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের শিরোপা ঘরে তুলেছে ইংল্যান্ড। আর তাতেই শেষ হয়েছে ২৮ দিনের ক্রিকেটের এ মহা আসর।
বিশ্বকাপ ইংলিশরা ঘরে তুলেছে, ম্যাচ সেরা ও টুর্নামেন্ট সেরার পুরস্কারও গিয়েছে ইংল্যান্ডের ঝুলিতে। টুর্নামেন্ট সেরার পুরস্কার পেয়েছেন স্যাম কারান। মজার বিষয় বল হাতে সর্বোচ্চ উইকেটশিকারী হিসেবে বিশ্বকাপ শেষ করতে পারেননি তিনি।
সেরা ৫ উইকেটশিকারীর তালিকায় নাম নেই দর্শকপ্রিয় ভারত ও পাকিস্তানের কোনো বোলারের। এমনকী সেমিফাইনালের তৃতীয় দল নিউজিল্যান্ডেরও কেউ নেই সেরা উইকেট শিকারীর তালিকায়। সেমিফাইনাল নিশ্চিত করা চার দলের ভেতর কেবল ইংল্যান্ডের একজনই রয়েছেন বিশ্বকাপের সেরা পাঁচ বোলারের তালিকায়। তালিকায় থাকা বাকিরা সবাই সুপার টুয়েলভে বিদায় নেয়া দলের।
বল হাতে এবারের আসরের সর্বোচ্চ উইকেটশিকারী হিসেবে সুপার টুয়েলভেই নিজের নাম লিখিয়েছেন শ্রীলঙ্কার স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা।
শর্টার ফরম্যাটের বিশ্বকাপের বাছাইপর্ব উৎরে গেলেও সুপার টুয়েলভে খুব একটা সুবিধা করতে পারেনি শ্রীলঙ্কা। এ আসরে ৮ ম্যাচ খেলেই সর্বোচ্চ উইকেটশিকারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করিয়েছেন হাসারাঙ্গা।
৩১ ওভার হাত ঘুরিয়ে ১৯৯ রানের খরচায় উইকেট তুলে নিয়েছেন তিনি ১৫টি। যেখানে তার সেরা বোলিং ফিগার ৮/৩।
দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী ইংল্যান্ডের স্যাম কারান। নিজের প্রথম বিশ্বকাপেই সবাইকে তাক লাগিয়ে প্রথম পেইসার হিসেবে রেকর্ড গড়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে একইসঙ্গে ম্যান অফ দ্য ম্যাচ এ ম্যান অফ দ্য টুর্নামেন্ট হওয়ার।
সদ্য শেষ হওয়া বিশ্বকাপে ১৪৮ রান দিয়ে তিনি ঝুলিতে পুরেছেন ১৩ উইকেট। যেখানে তার সেরা বোলিং ফিগার ছিল আফগানিস্তানের বিপক্ষে করা ১০/৫।
তালিকার তিন নম্বরে রয়েছেন আইসিসির সহযোগী দেশ নেদারল্যান্ডসের ডানহাতি পেইসার বাস ডি লিড। এবারের বিশ্বকাপের আসরে ৮ ম্যাচে ৭ ইনিংস বল করেছেন তিনি। ১৬৯ রানের খরচায় শিকার করেছেন তিনি ১৩ উইকেট। শুধু রান বেশি দেয়ায় তালিকার দ্বিতীয় স্থান হারিয়েছেন তিনি।
জিম্বাবুয়ের ব্লেসিং মুজরাবানি রয়েছেন সর্বোচ্চ উইকেট শিকারির তালিকার ৪ নম্বরে। বাছাইপর্ব উৎরে সুপার টুয়েলভে খেলেই বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় রোডেশিয়ানদের। দুই পর্ব মিলিয়ে মোট আট ম্যাচ খেলে জিম্বাবুয়ে।
আট ম্যাচেই। ১৯৯ রানের খরচায় ১২ উইকেট তুলে নিয়ে চতুর্থ সেরা বোলার হিসেবে জায়গা করে নিয়েছেন মুজরাবানি।
তালিকায় থাকা ৫ নম্বর বোলার হলেন সাউথ আফ্রিকার আনরিখ নরকিয়া। সুপার টুয়েলভের পাঁচ ম্যাচে ৯৯ রান দিয়ে ১১ উইকেট ঝুলিতে পুরেছেন প্রোটিয়া এই পেইসার।