নিউক্যাসল ইউনাইটেড যেন বদলে যাওয়া এক ক্লাব। গত বছর ইংলিশ ক্লাবটিকে কিনে নেয় সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড। নতুন মালিকানায় দারুণভাবে উজ্জীবিত হয়ে উঠে দলটি। চলতি মৌসুমে এবার তারা চেলসির বিপক্ষে জয়ে পেয়েছে। এ নিয়ে অষ্টম জয় তাদের।
অন্যদিকে হারের বৃত্ত থেকে বের হতে পারছে না চেলসি। সবশেষ পাঁচ ম্যাচে জয়হীন দলটি বিশ্বকাপের বিরতির আগে হেরে বসল নিউক্যাসলের বিপক্ষে। এ নিয়ে টানা তৃতীয় ম্যাচে হারের মুখ দেখল কোচ গ্রাহাম পটারের দল।
প্রিমিয়ার লিগে শনিবার চেলসির বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে নিউক্যাসল।
ঘরের মাঠে নিউক্যাসল শুরু থেকেই চোখ রাঙিয়েছে চেলসিকে। প্রথমার্ধে গোল না পেলেও সফলতা আসে দ্বিতীয়ার্ধে। ৬৭ মিনিটে নিউক্যাসলের হয়ে জয়সূচক গোলটি করেন জো উইলকের।
১৪ ম্যাচ শেষে ২১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ৮ নম্বরে নেমে গেছে চেলসি। অন্যদিকে ১৫ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৩-এ আছে নিউক্যাসল।
আরেক ম্যাচে উলভসকে ২-০ গোলে হারিয়েছে আর্সেনাল। জোড়া গোল করেন দলের নরওয়েজিয়ান মিডফিল্ডার মার্টিন ওডেগার্ড
মলিনিউক্স পার্কে আর্সেনালের ম্যাচ শুরুর আগেই সুখবর পেয়েছিল গানাররা। ম্যানচেস্টার সিটির সঙ্গে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকার দৌড়ে স্বস্তির নিশ্বাস ছাড়ল আর্সেনাল।
ব্রেন্টফোর্ডের বিপক্ষে হেরে ম্যানসিটি তিন পয়েন্ট খোয়ানোর দিনে উলভসের বিপক্ষে জয়ে পূর্ণ ৩ পয়েন্ট আদায় করে নিজেদের শীর্ষস্থান আরও মজবুত করে নিয়েছে মিকেল আর্তেতার শিষ্যরা।
ম্যাচের ৫৫ ও ৭৫ মিনিটে ওডেগার্ডের জোড়া গোলে জয় নিশ্চিত হয় আর্সেনালের।
১৪ ম্যাচে এক ড্র ও এক হারে ৩৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষে আছে আর্সেনাল। ১৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে আছে উলভস।