বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিশ্বকাপ বিরতির আগে জয় লিভারপুল, টটেনহ্যামের

  •    
  • ১৩ নভেম্বর, ২০২২ ১০:০১

অ্যানফিল্ডে শনিবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে সাউদাম্পটনের বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে ইংলিশ ক্লাব লিভারপুল। অন্যদিকে লিডস ইউনাইটেডের বিপক্ষে ৪-৩ ব্যবধানে জয় পেয়েছে টটেনহাম।

কাতারে ফুটবল বিশ্বকাপ শুরু হতে বাকি সাত দিন। এর আগে শেষ ম্যাচে মাঠে নেমেছিল প্রিমিয়ার লিগের দলগুলো। নিজেদের শেষ ম্যাচে জয় পেয়েছে লিভারপুল ও টটেনহ্যামের হটস্পার।

সাউদাম্পটনের বিপক্ষে রবার্তো ফিরমিনো ও ডারউইন নুনিয়েসের নৈপুণ্যে দারুণ জয় পেয়েছে অলরেডরা।

অ্যানফিল্ডে শনিবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে সাউদাম্পটনের বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে ইংলিশ ক্লাব লিভারপুল।

ম্যাচের শুরুতে লিড নেয় লিভারপুল। ৬ মিনিটের মাথায় অ্যান্ড্রু রবার্টসনের ফ্রি-কিকে হেড করে গোল করেন বিশ্বকাপের ব্রাজিলের স্কোয়াডে জায়গা না পাওয়া ফরোয়ার্ড ফিরমিনো। তার গোলে ১-০তে লিড নেয় ইয়ুর্গেন ক্লপের দল।

নিষেধাজ্ঞায় শনিবার রাতের ম্যাচে মাঠে থাকতে পারেননি জার্মান এ কোচ। গ্যালারিতে দর্শকের মতো বসে থাকতে হয়েছে তাকে।

অলরেডদের অবশ্য বেশি সময় এগিয়ে থাকতে দেয়নি সাউদাম্পটন। গোল হজমের ৩ মিনিটের মধ্যে শোধ করে সমতায় ফিরে দলটি। সাউদাম্পটনের হয়ে গোলটি করেন চে অ্যাডামস।

২১তম মিনিটে আবারও এগিয়ে যায় লিভারপুল। এবার হার্ভে এলিয়টের ক্রসে ভলিতে লক্ষ্যভেদ করেন ডারউইন নুনিয়েজ। এরপর বিরতির আগে ব্যবধান বাড়িয়ে স্কোরলাইন ৩-১-এ পরিণত করেন উরুগুয়ের ২৩ বছর বয়সী ফরোয়ার্ড নুনিয়েস। এবার তিনি বল পেয়েছিলেন রবার্টসনের কাছ থেকে।

খেলার ভাগ্য নির্ধারণ হয়ে যায় বিরতির আগেই। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে আর কোনো গোলের দেখা পায়নি দুই দল।

১৪ ম্যাচে ছয় জয় ও চার ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে লিভারপুল। অন্যদিকে ১৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ১৯ নম্বরে সাউদাম্পটন।

প্রিমিয়ার লিগের অপর ম্যাচে লিডস ইউনাইটেডের বিপক্ষে ৪-৩ ব্যবধানে জয় পেয়েছে টটেনহ্যামকে। দারুণ রোমাঞ্চকর ম্যাচে তিন তিনবার এগিয়ে যাওয়া লিডস শেষ পর্যন্ত হেরে যায় আন্তোনিও কন্তের দলের সঙ্গে।

ম্যাচ শুরুর ১০ মিনিটের মধ্যে সামারভিলের গোলে লিড নেয় লিডস। এর ১৫ মিনিট পর টটেনহ্যামকে সমতায় ফেরান অধিনায়ক হ্যারি কেন। ৪৩ মিনিটে রদ্রিগো ফের লিড এনে দেন লিডসকে। ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় লিডস।

দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ৬ মিনিটে টটেনহ্যামকে সমতায় ফেরান বেন ডেভিস। ৭৬ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে লিডসকে আবারও এগিয়ে দেন রদ্রিগো।

৮১ মিনিটে টটেনহামকে সমতায় ফেরান রদ্রিগো বেন্তাঙ্কুর। ২ মিনিট পর দ্বিতীয় গোল করে টটেনহ্যামের জয় নিশ্চিত করেন উরুগুয়ের এ মিডফিল্ডার।

এ জয়ে ১৫ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে টটেনহ্যাম। ১৪ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে আছে লিডস।

এ বিভাগের আরো খবর