বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিজিএমইএ কাপ: চতুর্থবারের মতো শিরোপা বান্দো ডিজাইনের

  •    
  • ১২ নভেম্বর, ২০২২ ০৯:৪৩

ম্যাচসেরা হন বান্দো ডিজাইন লিমিটেডের নিটল। একই দলের খেলোয়াড় রাফি জিতে নেন টপ স্কোরারের পুরস্কার। স্নোটেক্স আউটারের ইব্রাহিম হন টুর্নামেন্টসেরা গোলরক্ষক। আর বান্দো ডিজাইনের মৃদুল জিতেন ভ্যালুয়েবল খেলোয়াড়ের পুরস্কার।

বিজিএমইএ কাপের সপ্তম আসরের শিরোপা নির্ধারণী ম্যাচে স্নোটেক্স আউটারওয়্যার লিমিটেডের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে লায়লা গ্রুপের বান্দো ডিজাইন লিমিটেড।

এ জয়ে চতুর্থবারের মতো শিরোপা জিতল বান্দো।

বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শুক্রবার ম্যাচের প্রথমার্ধে স্নোটেক্স আউটার এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে খেলা নিয়ন্ত্রণে নিয়ে নেয় বান্দো ডিজাইন লিমিটেড। ম্যাচ শেষে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।

ম্যাচসেরা হন বান্দো ডিজাইন লিমিটেডের নিটল। একই দলের খেলোয়াড় রাফি জিতে নেন টপ স্কোরারের পুরস্কার।

স্নোটেক্স আউটারের ইব্রাহিম হন টুর্নামেন্টের সেরা গোলরক্ষক। আর বান্দো ডিজাইনের মৃদুল জিতেন ভ্যালুয়েবল খেলোয়াড়ের পুরস্কার।

বিজিএমইএর সাবেক সভাপতি আবদুস সালাম মুর্শেদী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন।

এ বিভাগের আরো খবর