২০১৭ সালে সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপে প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। সে আসরের পর দুইবার ফাইনাল খেললেও বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ হয় ভারত নারী দলের কাছে হেরে। সাফের এবারের আসরে বাংলাদেশের সামনে আবারও হাতছানি দিচ্ছে শিরোপা জয়ের স্বপ্ন।
রাজধানীর কমলাপুরে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে শুক্রবার শিরোপা নির্ধারণী ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা। ম্যাচটি শুরু হবে বিকেল সাড়ে ৪টায়।
সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপের এবারের আসরটি তিন দেশকে নিয়ে। বাংলাদেশ, নেপাল ও ভুটান।
তিন দলের টুর্নামেন্ট বলে নেই ফাইনাল। রাউন্ড রবিন লিগ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দলই হবে চ্যাম্পিয়ন। শুক্রবার সেই শেষ ম্যাচ খেলতে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা।
টুর্নামেন্টের প্রথম আসরে বাংলাদেশ চ্যাম্পিয়ন হলেও পরের দুই আসরে ভারত চ্যাম্পিয়ন হয়। এবার বাংলাদেশের সামনে অনূর্ধ্ব-১৫ নারী দলের সুযোগ দ্বিতীয় শিরোপা জয়ের। অন্যদিকে নেপালের সামনে প্রথম শিরোপা জয়ের সুযোগ।
দুই দলের প্রথম সাক্ষাতে নেপালের কাছে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ। এতে করে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে নেপালিরা কিছুটা সুবিধাজনক অবস্থানে আছে। ম্যাচটি ড্র করতে পারলেই চ্যাম্পিয়ন। কারণ নেপালের পয়েন্ট ৯, বাংলাদেশের ৬। গোল ব্যবধানে বাংলাদেশ এগিয়ে থাকায় চ্যাম্পিয়ন হতে হলে শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই।
ম্যাচের আগে বাংলাদেশ নারী দলের প্রধান কোচ গোলাম রাব্বানী ছোটন জানান, নেপালের বিপক্ষে মাঠে নামার আগে মেয়েরা দারুণ আত্মবিশ্বাসী।
তিনি নিউজবাংলাকে বলেন, ‘দলে এই মুহূর্তে কেউ ইনজুরিতে নেই। আর আমাদের মেয়েরা নেপালের বিপক্ষে মাঠে নামতেও মুখিয়ে আছেন।
‘দ্বিতীয়বার শিরোপাজয়ের লক্ষ্যে তারা মাঠে নামবে। এ ম্যাচে জয়ের বিকল্প নেই।’