আর্জেন্টিনা সমর্থকদের মনে বোধহয় চাওয়া একটাই। দুর্দান্ত প্রতাপে টুর্নামেন্টের শুরু থেকে খেলছে দল, একে একে সব বাধা টপকে লিওনেল মেসির হাতে উঠেছে বিশ্বকাপ। এই আক্ষেপটা আর্জেন্টিনা সমর্থকদের লম্বা সময় ধরেই। আর কাতার বিশ্বকাপে আক্ষেপটা হয়তো একটু বেশিই। কেননা এটিই হতে যাচ্ছে ক্ষুদে জাদুকরের শেষ বিশ্বকাপ।
তবে বিশ্বকাপের আগে দুর্দান্ত ফর্মে থাকা দলকে নিয়ে এবারে আশায় বুক বাধতেই পারেন আর্জেন্টিনা সমর্থকেরা। ভক্তদের সেই আশা নিঃসন্দেহে আরও বেড়ে যাবে জনপ্রিয় গেম নির্মাতা প্রতিষ্ঠান ইএ স্পোর্টসের ভবিষ্যদ্বাণী।
গেম নির্মাতা প্রতিষ্ঠানটির ভবিষ্যদ্বাণী অনুযায়ী এবারের বিশ্বকাপ ঘরে তুলতে যাচ্ছে আর্জেন্টিনা। আর আট গোল করে গোল্ডেন বুট নিজের করে নিয়েছেন লিওনেল মেসি।
‘হাইপারমোশন২’ প্রযুক্তি ব্যবহার করে সিমুলিউশনের মাধ্যমে কাতার বিশ্বকাপে প্রতিটি ম্যাচের গতি–প্রকৃতির চিত্র তুলে ধরেছে প্রতিষ্ঠানটি। আর বিশ্বকাপের ৬৪ ম্যাচের গতি প্রকৃতি বিশ্লেষণ করে দেখা গেছে বিশ্বকাপ খরা কাটাতে যাচ্ছে আর্জেন্টিনা।
প্রতিষ্ঠানটির ভবিষ্যদ্বাণী করা এবারই প্রথম নয়। এর আগে ২০১০, ২০১৪ আর ২০১৮ বিশ্বকাপেও ভবিষ্যদ্বাণী করেছিল আমেরিকার গেম নির্মাতা প্রতিষ্ঠানটি। সেই তিন আসরেই মিলে গিয়েছিল তাদের আগাম ফলাফল।
সেই তিন আসরে শিরোপা ঘরে তুলেছিল ইউরোপের স্পেন, জার্মানি ও ফ্রান্স। এবার ইএ স্পোর্টস আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন দেখছে।
প্রতিষ্ঠানটি গ্রুপ পর্বের ভবিষ্যদ্বাণীতে জানিয়েছে, গ্রুপ থেকে সেরা হয়ে শেষ ষোল নিশ্চিত করবে ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মানি, ইংল্যান্ড, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া ও পর্তুগাল।
অপরদিকে রানার্সআপ হয়ে কোয়ার্টার ফাইনালে উঠবে ডেনমার্ক, সেনেগাল, যুক্তরাষ্ট্র, পোল্যান্ড, বেলজিয়াম, দক্ষিণ কোরিয়া, স্পেন ও সুইজারল্যান্ড।
আগের তিন বারের ভবিষ্যদ্বাণীর মতো যদি এটিও সত্য হয় তাহলে ৩৬ বছরের শিরোপা খরা ঘুচবে আলবিসেলেস্তদের।