বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কামাভিঙ্গাকে নিয়ে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা ফ্রান্সের

  •    
  • ১০ নভেম্বর, ২০২২ ১০:১০

শিরোপা ধরে রাখার মিশনে স্কোয়াডে আছেন রিয়াল মাদ্রিদ তারকা কারিম বেনজেমা ও পিএসজির কিলিয়ান এমবাপে। দলে ফিরেছেন রিয়ালের গুরুত্বপূর্ণ মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা। 

কাতার বিশ্বকাপ শুরু হতে বাকি আর ১০ দিন। বিশ্বকাপের জন্য ব্রাজিলের দল ঘোষণার দুই দিনের মধ্যেই ২৫ সদস্যের দল ঘোষণা করেছে গতবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স।

শিরোপা জয়ের লক্ষ্যে তরুণ ও অভিজ্ঞদের নিয়ে দল ঘোষণা করেছেন কোচ দিদিয়ের দেশম।

বিশ্বকাপের জন্য বুধবার রাতে ঘোষিত দলে চোটের কারণে বাদ পড়েছেন পল পগবা। এ ছাড়া রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার ফেরলঁদ মঁদির জায়গা হয়নি দলে।

শিরোপা ধরে রাখার মিশনে স্কোয়াডে আছেন রিয়াল মাদ্রিদ তারকা কারিম বেনজেমা ও পিএসজির কিলিয়ান এমবাপে। দলে ফিরেছেন রিয়াল মাদ্রিদের গুরুত্বপূর্ণ মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা।

ফ্রান্স দল

গোলরক্ষক: উগো লরিস, আলফুঁস আরিওল, স্তিভ মাদাঁদা।

ডিফেন্ডার: লুকা এরনঁদেজ, থিও এরনঁদেজ, প্রেসনেলে কিম্পেম্বে, জুল কুন্দে, ইব্রাহিমা কোনাতে, বাঁজামা পাভার্দ, উইলিয়াম সালিবা, দায়দ উপেমেকানো, রাফায়েল ভারানে।

মিডফিল্ডার: এদুয়ার্দো কামাভিঙ্গা, ইউসুফ ফোফানা, মাতেও গেনদুজ, আদ্রিওঁ রাবিও, অহেলিয়া চুয়ামেনি ও জরদাঁ ভেরেতু্।

ফরোয়ার্ড: কারিম বেনজেমা, কিংসলে কোমান, উসমান ডেম্বেলে, অলিভিয়ে জিরুদ, অঁতোয়ান গ্রিজমান, কিলিয়ান এমবাপে ও ত্রিস্তোফ এনকুনকু।

এ বিভাগের আরো খবর