বিশ্বকাপ শুরু হতে দুই সপ্তাহেরও কম সময় আছে আয়োজক দেশ কাতারের হাতে। এরই মধ্যে বিশ্বকাপকে ঘিরে উন্মাদনা শুরু হয়ে গেছে সমর্থকদের। প্রিয় দলকে মাঠে থেকে সমর্থন জানাতে চলছে শেষ মুহূর্তের তোড়জোড়। এরই মধ্যে দুঃসংবাদ পেলেন ৬ হাজার আর্জেন্টিনা সমর্থক।
উগ্রতা, সহিংসতা ও খাবারের বিল বকেয়া রাখার সঙ্গে জড়িত প্রায় ৬ হাজার আর্জেন্টাইন সমর্থকের একটি তালিকা প্রস্তুত করেছে বুয়েনোস আইরেস নগর কর্তৃপক্ষ। যাদের ভিসা দেয়া হবে না কাতার বিশ্বকাপে স্টেডিয়ামে। সরকারি প্রশাসনের বরাতে এ তথ্য দিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।
স্থানীয় রেডিও স্টেশনে একটি সাক্ষাৎকারে বুয়েনোস আইরেসের আইনমন্ত্রী মার্সেলো ডি’আলেসান্দ্রো বলেন, ‘সহিংসরা এখানে এবং কাতারে রয়েছে। আমরা ফুটবলে শান্তি ফিরিয়ে আনতে চাই। আমরা চাই সহিংসরা স্টেডিয়ামের বাইরে থাকুক।’
গত জুনে কাতার দূতাবাসের সঙ্গে একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করে আর্জেন্টিনা। যেখানে সহিংস ভক্তদের বিশ্বকাপে অংশগ্রহণ থেকে বিরত রাখার ব্যবস্থা করা হয়।
যে ৬ হাজার ভক্তকে নিষিদ্ধ করা হয়েছে, তাদের মধ্যে ৩ হাজার সমর্থককে এর আগে নানা সময়ে এমন নিষেধাজ্ঞার সম্মুখীন হতে হয়েছিল।
২০ নভেম্বর পর্দা উঠবে কাতার বিশ্বকাপের। ২২ নভেম্বর বাংলাদেশ সময় বিকেল ৪টায় নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হবে আর্জেন্টিনা।