টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ পর্যায়ের খেলা চলছে। শনিবার সেমিফাইনাল নিশ্চিত করতে মাঠে নামছে ইংল্যান্ড। সিডনিতে তারা মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কার। দিনের একমাত্র ম্যাচ শুরু হচ্ছে দুপুর ২টায়।
গ্রুপ ওয়ান থেকে এরই মধ্যে বিদায় নিয়েছে শ্রীলঙ্কা। সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা আছে তিন দলের। শীর্ষে থাকায় সুবিধাজনক অবস্থায় আছে নিউজিল্যান্ড।
আয়ারল্যান্ডকে হারিয়ে তারা একধাপ এগিয়ে গেছে সেমিফাইনালের দিকে। অন্যদিকে, শুক্রবার দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে হারালেও স্বস্তিতে নেই অস্ট্রেলিয়া।
গ্রুপে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া দুই দলেরই ৫ ম্যাচ শেষে পয়েন্ট ৭। নিউজিল্যান্ডের রানরেট ২.১১৩ আর অস্ট্রেলিয়ার রানরেট -.১৭৩। আফগানিস্তানের বিপক্ষে মাত্র ৪ রানের জয়ে রানরেট মাইনাসেই আছে অজিদের।
এর ফায়দা নিতে পারে তিন নম্বরে থাকা ইংল্যান্ড। ইংলিশদের ৪ ম্যাচে সংগ্রহ ৫ পয়েন্ট। রানরেট .৫৪৭। অর্থাৎ রানরেটে অস্ট্রেলিয়ার চেয়ে এগিয়ে রয়েছে জস বাটলারের দল।
শ্রীলঙ্কার বিপক্ষে শনিবার যে কোনো ব্যবধানে জয় তাদেরকে পৌঁছে দেবে শেষ চারে। আর ছিটকে ফেলবে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে।
এর উল্টোটা হলে অর্থাৎ শ্রীলঙ্কার কাছে ইংল্যান্ড হেরে গেলে সেমিতে নিউজিল্যান্ডের সঙ্গী হবে অস্ট্রেলিয়া।
এ গ্রুপের শেষ দল আফগানিস্তান। যারা কোনো ম্যাচ না জিতেই শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের সঙ্গে তারা বিদায় নিয়েছে বিশ্বকাপ থেকে।
ইংল্যান্ডকে হারানো আয়ারল্যান্ড গ্রুপে পঞ্চম হয়ে টুর্নামেন্ট শেষ করেছে।