রোববার পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপের শেষ ম্যাচে নামছে বাংলাদেশ। তার আগে ছোটোখাট দুঃসংবাদ পেয়েছে টাইগাররা। চোটের কারণে অনুশীলন করতে পারেননি লিটন দাস।
এবারের বিশ্বকাপে দলের সেরা এ ব্যাটার ভারতের বিপক্ষে খেলা ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন। যে কারণে শুক্রবার দলের সঙ্গে অনুশীলন করতে পারেননি তিনি।
বাংলাদেশ দলের ক্যাম্প থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে, লিটনের চোট গুরুতর নয়। সেরে ওঠার জন্য পর্যাপ্ত সময় দিতেই তাকে বিশ্রামে রাখা হয়েছিল শুক্রবার। ম্যানেজমেন্টের আশা লিটন শনিবার অনুশীলনে ফিরবেন ও রোববারের ম্যাচের জন্য পুরোপুরি ফিট থাকবেন।
ভারতের বিপক্ষে ২৭ বলে ৬০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন লিটন। তার ইনিংসের সুবাদে ভারতকে চাপে ফেলে বাংলাদেশ। বৃষ্টি বিঘ্নিত ম্যাচের অষ্টম ওভারে রান নিয়ে গিয়ে ইনজুরিতে পড়েন লিটন।চলতি বিশ্বকাপে ৪ ম্যাচে ২৯.২৫ গড়ে ১১৭ রান করেছেন লিটন। যা বাংলাদেশি ব্যাটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। ৪ ম্যাচে ১২৬ রান করে তার ওপরে আছেন নাজমুল হোসেন শান্ত।
লিটনের ব্যাটিং স্ট্রাইক রেট ১৪৪.৪৪ ও ফিফটি রয়েছে ১টি।