অন্যায়ভাবে ভারতকে সমর্থন করার জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) অভিযুক্ত করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শাহিদ আফ্রিদি। টি-টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ গ্রুপ ম্যাচে গত বুধবার বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৫ রানে ভারতীয় ক্রিকেট দলের জয় লাভের পর এমন প্রতিক্রিয়া জানিয়েছেন আফ্রিদি। পাকিস্তানের এক টিভি অনুষ্ঠানে বৃহস্পতিবার আফ্রিদি বলেন, ‘আপনারা দেখেছেন (বাংলাদেশের বিপক্ষে ম্যাচে) মাঠ কতটা ভেজা ছিল। কিন্তু আইসিসি ভারতের দিকে ঝুঁকে ছিল। যে কোনো মূল্যে তারা ভারতকে সেমিফাইনালে দেখতে চেয়েছে।’আফ্রিদি মনে করে বৃষ্টি বিরতির পর আইসিসি দ্রুত ম্যাচ শুরু করে দিয়েছে। আইসিসির প্রতি ক্ষোভের পাশাপাশি লিটন দাসের ব্যাটিংয়ের প্রশংসাও করেন পাকিস্তানের সাবেক এ অধিনায়ক।
তিনি বলেন, ‘দ্রুত ম্যাচ শুরুর পেছনে অনেকগুলো বিষয় জড়িত ছিল। আইসিসি, চাপ এবং ভারতের ম্যাচ খেলার প্রচন্ড আগ্রহ। তবে লিটনের ব্যাটিং ছিল অসাধারণ। তিনি ইতিবাচক ক্রিকেট উপহার দিয়েছেন। সে ৬ ওভার খেলার পর মনে হচ্ছিল, আর যদি ২/৩ ওভার বাংলাদেশ বিনা উইকেটে খেলতে পারে তাহলে তারাই জিতবে।’বাংলাদেশকে হারানোর পর রোববার জিম্বাবুয়েকে হারাতে পারলে সেমি-ফাইনালে পৌঁছে যাবে ভারত। অপরদিকে পাকিস্তানকে শেষ চারের টিকিট পেতে হলে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশকে হারানোর পাশাপাশি ভারত কিংবা সাউথ আফ্রিকার যে কোনো একটি দলকে হারতে হবে।