ইউরোপা লিগে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। স্প্যানিশদের বিপক্ষে ১-০ গোলে জয় পেলেও দ্বিতীয় স্থানে থেকে তাদের শেষ করতে হয়েছে গ্রুপ পর্বের খেলা।
‘ই’ গ্রুপে ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে শেষ ষোলোতে খেলতে যাচ্ছে সোসিয়েদাদ। ২০ বছর পর দলটি শীর্ষে থেকে গ্রুপ পর্বের খেলা শেষ করেছে। অন্য দিকে সমান পয়েন্ট থালেও গোল ব্যবধানে পিছিয়ে থেকে রানার্সআপ ম্যানইউ।
যে কারণে শেষ ষোলোতে উঠতে তাদের প্লে অফ খেলতে হবে চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে যাওয়া আট দলের যে কোনও একটির সঙ্গে।
শীর্ষে থেকে গ্রুপ পর্বের খেলা শেষ করতে হলে ২ গোলের ব্যবধানে জয় প্রয়োজন ছিল ম্যানইউর। তাই দ্বিতীয় স্থানে থাকায় নকআউট ম্যাচ খেলতে হবে। আয়াক্স, বার্সেলোনা, ইউভেন্তাস, বায়ার লেভারকুসেন, এফসি সালজবুর্গ, সেভিয়া, শাখতার দোনেৎস্ক ও স্পোর্তিং সিপির মধ্যে কোনও এক দল হবে তাদের প্রতিপক্ষ।
রাতের আরেক ম্যাচে এফসি জুরিখকে ১-০ ব্যবধানে হারিয়েছে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে আর্সেনাল। প্রিমিয়ার লিগের পর ইউরোপা লিগেও শীর্ষস্থান ধরে রেখেছে আর্সেনাল।
ঘরের মাঠে বৃহস্পতিবার জুরিখের মুখোমুখি হয় আর্সেনাল। প্রথমার্ধেই লিড নিয়ে এগিয়ে যায় দলটি। ১৭ মিনিটে কিরান টিয়ের্নির একমাত্র জয়সূচক গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল।
এই জয়ে ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে আর্সেনাল। সমান ম্যাচ খেলে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের রানারআপ হয়েছে পিএসভি আইন্দহোফেন।