বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সেনাবাহিনী শুটিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চট্টগ্রাম

  •    
  • ৩ নভেম্বর, ২০২২ ২০:০১

সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ঢাকা সেনানিবাসের এএসসিবি মাল্টিপারপাস বিল্ডিংয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

বাংলাদেশ সেনাবাহিনী শুটিং প্রতিযোগিতা-২০২২-এ চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম শুটিং ক্লাব। প্রতিযোগিতায় চট্টগ্রাম শুটিং ক্লাব ২৫৭১.০২ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন এবং ঘাটাইল শুটিং ক্লাব ২৫৬৮.০১ পয়েন্ট পেয়ে রানার্সআপ হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর সাভার, বগুড়া, সিলেট, ঘাটাইল, চট্টগ্রাম, কুমিল্লা, যশোর ও রংপুর অঞ্চলের ১৪ জন মহিলা শুটারসহ ৭৫ জন সেনা শুটার এই প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিযোগিতায় বিশেষ ক্রীড়া নৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে ব্যক্তিগত ২টি ইভেন্টে পদক জয়ের জন্য সৈনিক মো. ইউসুফ আলী, ১৭ পদাতিক ডিভিশন সার্বিকভাবে শ্রেষ্ঠ শুটার নির্বাচিত হন।

৩০ অক্টোবর শুরু হওয়া এই প্রতিযোগিতায় ৬টি ইভেন্ট অনুষ্ঠিত হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর জানায়, বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসে সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের নবনির্মিত এএসসিবি মাল্টিপারপাস বিল্ডিংয়ে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

সেনাপ্রধান এই প্রতিযোগিতা আয়োজনের জন্য আয়োজক কমিটিকে বিশেষ ধন্যবাদ জানান এবং দেশের শুটাররা কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের মান উন্নয়ন করে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

সেনাবাহিনী শুটিং প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানের আগে সেনাপ্রধান সেনা ক্রীড়া দলগুলোর উন্নত প্রশিক্ষণের জন্য নবনির্মিত এএসসিবি মাল্টিপারপাস বিল্ডিংয়ের উদ্বোধন করেন।

এ সময় বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনের সভাপতি ও চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান, কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলম, অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মো. মোশফেকুর রহমান, মাস্টার জেনারেল অফ অর্ডন্যান্স মেজর জেনারেল মো. আবু সাঈদ সিদ্দিক এবং সামরিক সচিব মেজর জেনারেল খান ফিরোজ আহমেদসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ, বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনের অন্যান্য কর্মকর্তা এবং অংশগ্রহণকারী সব প্রতিযোগী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো খবর