বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই এখন বিতর্ক পিছু ছাড়ে না। টি-টোয়েন্টি বিশ্বলাপের চলতি আসরে ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচেও জন্ম নিয়েছে বিতর্ক। অভিযোগ উঠেছে ভিরাট কোহলি ‘ফেইক ফিল্ডিং’ করেছেন এবং সেটি আম্পায়ার আমলে নেননি। ফেইক ফিল্ডিং আমলে না নেয়ায় বাংলাদেশ ৫ রান বঞ্চিত হয়েছে।
দুই দলের গুরুত্বপূর্ণ ম্যাচে বৃষ্টি আইনে ভারতের কাছে ৫ রানে হেরেছে বাংলাদেশ। এই হারে সাকিবদের সেমিফাইনাল খেলার আশা অনেকটাই ক্ষীণ হয়ে গেছে। সবকিছু ছাপিয়ে মাঠের বিতর্ক নিয়েই এখন উত্তাপ ছড়াচ্ছে টাইগার সমর্থকদের।
ম্যাচ শেষে বুধবার সংবাদ সম্মেলনে দলে সহ-অধিনায়ক ও উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহান দাবি করেন ভিরাট কোহলি ফেইক ফিল্ডিং করেছেন। মাঠের আম্পায়াররা বিষটি খেয়াল করেননি বলে বাংলাদেশ আরও অতিরিক্ত ৫ রান থেকে বঞ্চিত হয়েছে।
ম্যাচ শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনূস সংবাদমাধ্যমকে বলেন, ‘ফেইক থ্রোয়ের বিষয়টি আম্পায়ারের নজরে আনা হয়েছে কিন্তু তিনি বলেছেন যে তিনি সেটি দেখেননি তাই রিভিউ নেয়া হয়নি। ম্যাচ চলাকালীন ও ম্যাচ শেষে সাকিব এই বিষয়ে বিস্তর কথা বলেছেন আম্পায়ার ইরাসমাসের সঙ্গে।’
এ ছাড়া বৃষ্টি থেমে যাওয়ার পর ভেজা মাঠে খেলা শুরু করতে হয় সাকিবদের। সেখানে প্রথম ওভারে ভেজা মাঠে পিছলে গিয়ে রানআউট হন লিটন দাস। এতে করে মোমেন্টাম হারায় বাংলাদেশ। বৃষ্টি-বিরতির পর সাকিব আম্পায়ারকে অনুরোধ করেন আরেকটু দেরিতে খেলা শুরু করতে।
এ বিষয়ে ইউনূস বলেন, ‘সাকিব তাকে (আম্পায়ারদের) বারবার বলেছে যে তারা একটু বেশি সময় নিলে মাঠ শুকিয়ে যেতে পারে। মাঠ শুকিয়ে গেলে শুরু করুন। তবে আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত। তর্কের কোনো অবকাশ ছিল না। আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে আপনি খেলতে চান কি না।’