বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

লিটন-ঝড়ের পরও হারল বাংলাদেশ

  •    
  • ২ নভেম্বর, ২০২২ ১৮:১৭

ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ হেরেছে ৫ রানে। ফলে, বিশ্বকাপের সেমিফাইনালের আশা প্রায় শেষ বাংলাদেশের।

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের আক্ষেপের আরেক নাম হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। বৃষ্টি সর্বনাশ ডেকে এনেছে বেশির ভাগ সময়েই। সবশেষ সর্বনাশটা হলো বাংলাদেশের।

অ্যাডিলেইডে ভারতের দেয়া লক্ষ্যের জবাব শুরু থেকে বেশ ভালো দিচ্ছিল বাংলাদেশ। কিন্তু ৭ ওভার পর বাগড়া দেয় বৃষ্টি। আর তাতে মোমেন্টাম হারিয়ে ফেলে বাংলাদেশ।

ভারতের বিপক্ষে বাঁচামরার ম্যাচে বাংলাদেশ হেরেছে ৫ রানে। ফলে, বিশ্বকাপের সেমিফাইনাল খেলার স্বপ্ন প্রায় শেষ বাংলাদেশের।

ভারতের করা ১৮৫ রানের লক্ষ্য বৃষ্টির কারণে বদলে দাঁড়ায় ১৬ ওভারে ১৫১ রানের। ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৪৫ রানের বেশি তোলা সম্ভব হয়নি টাইগারদের পক্ষে।

শুরু থেকে মারকুটে ভূমিকায় অবতীর্ণ হন লিটন কুমার দাস। সঙ্গী নাজমুল হোসেন শান্ত টি-টোয়েন্টি মেজাজ ভুলে উইকেটে বসে থাকলেও রানের তুবড়ি ছোটান লিটন।

৬টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ২১ বলে তুলে নেন চলতি বিশ্বকাপের ব্যক্তিগত প্রথম অর্ধশতক। এবারের বিশ্বকাপে এটি দ্বিতীয় দ্রুততম ফিফটি। শ্রীলঙ্কার বিপক্ষে ১৭ বলে হাফ সেঞ্চুরি করেন অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস।

আর ২০০৭ সালে পাকিস্তানের বিপক্ষে নাজিমুদ্দিনের ফিফটির পর এই প্রথম টি-টোয়েন্টির পাওয়ার প্লেতে ফিফটি করলেন বাংলাদেশের কোনো ব্যাটার।

লিটনের মারমুখী ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ৬০ রান তোলে বাংলাদেশ। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের স্কোর ছিল বিনা উইকেটে ৬৬ রান।

প্রায় আধা ঘন্টা খেলা বন্ধ থাকার কারণে ম্যাচের দৈর্ঘ্য ৪ ওভার কমিয়ে আনা হয়। আর বাংলাদেশের সামনে সেই সুবাদে নতুন লক্ষ্য দাঁড়ায় ৫৪ বলে ৮৫ রান।

টাইগাররা যখন মাঠে নামে সে সময় আউটফিল্ড পুরোপুরি শুকায়নি। আর সেই ভেজা আউটফিল্ডে দৌড়ে রান নিতে গিয়ে হোঁচট খান লিটন দাস। লোকেশ রাহুলের সরাসরি থ্রোতে ২৭ বলে ৬০ করে আউট হন লিটন দাস।

লিটনের আউটের পর ভারতের উচ্ছ্বাস।

লিটনের বিদায়ের রেশ কাটানোর মিশনে হাত খুলে ব্যাটিং শুরু করেন শান্ত। কিন্তু মোহাম্মদ শামিকে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারির কাছে সুরিয়াকুমারের হাতে ধরা দেন তিনি। আর তাতেই সমাপ্তি ঘটে শান্তর ২৫ বলে ২১ রানের ইনিংসের।

ব্যর্থ হন আফিফ হোসেন ধ্রুব আর সাকিব আল হাসানও। আর্শদিপ সিংয়ের বলে বড় শট খেলতে গিয়ে মিসটাইমিংয়ে ক্যাচ তুলে দিয়ে মাঠ ছাড়তে হয় তাকে। আর তাতেই ১০০ রানে চতুর্থ উইকেটের পতন ঘটে বাংলাদেশের।

১৩ তম ওভারে হার্দিক পান্ডিয়ার বলে ১ রান করে আউট হন ইয়াসির রাব্বি। আর তাতেই পরাজয়টা এক রকম নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের।

শেষদিকে জয়ের আশা জাগিয়েছিলেন নুরুল হাসান সোহান ও তাসকিন আহমেদ মিলে। তাদের ব্যাটিংয়ে কমেছে শুধু পরাজয়ের ব্যবধান।

শেষ পর্যন্ত ১৪৫ রান তুলতে থেমে যায় বাংলাদেশের ইনিংসের চাকা। আর সেই সুবাদে ৫ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।

সোহান অপরাজিত থাকেন ২৫ রানে আর তাসকিন আহমেদের ব্যাট থেকে আসে ১২*। ভারতের হয়ে আর্শদিপ ও পান্ডিয়া ২টি করে উইকেট নেন।

এর আগে, ভিরাট কোহলি ও লোকেশ রাহুলের হাফ সেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮৪ রান সংগ্রহ করে ভারত।

সেমিফাইনাল খেলার গাণিতিক সম্ভাবনা এখনও আছে বাংলাদেশের সামনে। সেক্ষেত্রে বাংলাদেশকে নিজেদের শেষ ম্যাচে জিততে হবে পাকিস্তানের বিপক্ষে। আর সাউথ আফ্রিকাকে তাদের বাকি দুই ম্যাচ অর্থাৎ পাকিস্তান ও নেদারল্যান্ডসের কাছে হারতে হবে।

এ বিভাগের আরো খবর