টি-টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। শুরুর ১০ ওভারে দুই উইকেট তুলে নিলেও ভারতীয়দের রানের বন্যা কমাতে পারছে না টাইগাররা। ১০ ওভার শেষে ভারতের সংগ্রহ দুই উইকেটে ৮৬ রান।
চতুর্থ ওভারে রোহিত শর্মাকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দেন হাসান মাহমুদ।
আগের ওভারে স্কয়ার লেগে রোহিতের ক্যাচ ছেড়ে দেয়া হাসান বল হাতে নিয়ে আউট করেন এই অভিজ্ঞ ব্যাটারকে। ৮ বলে ২ রান করে ইয়াসির আলির হাতে ক্যাচ দেন রোহিত।
পাওয়ার প্লেতে ভারত ওই এক উইকেট হারিয়ে সংগ্রহ করে ৩৭ রান।
রোহিতকে হারালেও রানের চাকা সচল রাখেন লোকেশ রাহুল ও ভিরাট কোহলি। শরিফুল ইসলামের করা নবম ওভার থেকে ২৪ রান তুলে নেন রাহুল।
পরের ওভারে সাকিবের বলে ফেরেন আক্রমণাত্মক হয়ে ওঠা এই ওপেনার। তার ব্যাট থেকে আসে ৩২ বলে ৪ ছক্কায় ৫০ রান।