বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জিম্বাবুয়েকে বিদায় করল নেদারল্যান্ডস

  •    
  • ২ নভেম্বর, ২০২২ ১৫:০১

১২তম ওভারে দলীয় ৬৮ রানে উইলিয়ামস ফিরে গেলে ভাঙে ৪৮ রানের জুটি। শেন উইলিয়ামস করেন ২৩ বলে ২৮ রান। রাজার ব্যাট থেকে আসে ২৪ বলে ৪০ রান। দলে যখন এমন আসা যাওয়ার মিছিলে শেষ পর্যন্ত ১১৭ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে।

নেদারল্যান্ডসের বিপক্ষে জয় পেলে সেমিফাইনালের আশা টিকে থাকত জিম্বাবুয়ের। তেমনটা হতে দেয়নি ডাচরা। নিজেরা আগেই বিদায় নিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে। এবার জিম্বাবুয়েকে হারিয়ে তাদেরও বিদায় করল দলটি।

আগে ব্যাট করতে নেমে ১১৭ রানের অল্প সংগ্রহে গুটিয়ে যায় সিকান্দার রাজারা। ১১৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে টম কুপার ও ম্যাক্স ও’ডাউডের ব্যাটিংয়ে ভর করে ১২ বল হাতে রেখে ৫ উইকেটের জয় পায় ডাচরা।

অ্যাডিলেইড ওভালে বুধবার ১১৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে নেদারল্যান্ডস দলীয় ১৭ রানে স্টিফেন মাইবার্গের উইকেট হারায়। এরপর টম কুপাররের সঙ্গে ম্যাক্স ওডাউডের ৭৩ রানের জুটিতে তৈরি হয় জয়ের পথ।

কুপার ব্যক্তিগত ৩২ রান করে বিদায় নিলেও ম্যাক্স ও'ডাউড ফিফটি করার পর বিদায় নেন। ওডাউড ৪৭ বলে ৫২ রান করেন। তার বিদায়ের আগে ফেরেন কলিন অ্যাকারম্যানও। শেষ দিকে অধিনায়ক স্কট এডওয়ার্ডসকে সাজঘরে ফেরায় জিম্বাবুয়ে।

তাতে শুধু জয়ের জন্য অপেক্ষায় বাড়ে নেদারল্যান্ডসের। শেষ পর্যন্ত ১২ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় ডাচরা।

বোলিংয়ে জিম্বাবুয়ের পক্ষে রিচার্ড নাগারাভা ও ব্লেসিং মুজারাবানি ২টি করে উইকেট লাভ করেন। এ ছাড়া লুক জঙ্গওয়ে পান ১টি উইকেট।

এর আগে, টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভাইন। পাওয়ার প্লেতে ২০ রান তুলতে ৩ উইকেট হারায় জিম্বাবুয়ে। দলের ভরসা শন উইলিয়ামসকে সঙ্গে নিয়ে বিপর্যয় এড়ান সিকান্দার রাজা।

১২তম ওভারে দলীয় ৬৮ রানে উইলিয়ামস ফিরে গেলে ভাঙে ৪৮ রানের জুটি। উইলিয়ামস করেন ২৩ বলে ২৮ রান। রাজার ব্যাট থেকে আসে ২৪ বলে ৪০ রান। বাকি ব্যাটারদের ব্যর্থতায় শেষ পর্যন্ত ১১৭ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে।

নেদারল্যান্ডসের হয়ে পল ফন মিকেরেন নেন ৩টি উইকেট। দুটি করে উইকেট পান ব্র্যান্ডন গ্লোভার, বাস ডি লিডে ও লোগান ফন বিক। অন্য উইকেটটি পান ফ্রেড ক্লাসেন।

এ বিভাগের আরো খবর