বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জয় দিয়ে চ্যাম্পিয়নস লিগ শেষ করল বার্সেলোনা

  •    
  • ২ নভেম্বর, ২০২২ ১৩:০৫

সি-গ্রুপের নিয়ম রক্ষার ম্যাচে ভিক্টোরিয়া প্লজেনকে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ শেষ করেছে স্প্যানিশ ক্লাবটি।

চলটি মৌসুমে চ্যাম্পিয়নস লিগ থেকে আগেই বাদ পড়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। সি-গ্রুপের নিয়ম রক্ষার ম্যাচে ভিক্টোরিয়া প্লজেনকে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ শেষ করেছে স্প্যানিশ ক্লাবটি।

অন্যদিকে ইন্টার মিলানকে হারিয়ে গ্রুপ পর্বের ছয় ম্যাচের সবকটিতেই জয় ছিনিয়ে নিয়েছে বায়ার্ন মিউনিখ। একই গ্রুপের ম্যাচে ইন্টারকে ২-০ গোলে হারিয়েছে বায়ার্ন।

ইউরোপা লিগে নেমে যাওয়া বার্সেলোনা ৬ ম্যাচে ২ জয় ও ১ ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে সি-গ্রুপে তৃতীয় হল। সবগুলো ম্যাচেই হারের তেতো স্বাদ পাওয়া ভিক্টোরিয়া শেষ করল তলানিতে থেকে।

দারুণ ছন্দে থাকা পোলিশ স্ট্রাইকার রবার্ট লেওয়ানডোভস্কিকে ছাড়া প্লজেনের মাঠে খেলতে নামে চাভি এর্নান্দেসের শিষ্যরা। ম্যাচ শুরুর ষষ্ঠ মিনিটে মার্কো আলোনসোর গোলে লিড নেয় বার্সা।

২১তম মিনিটে উল্টো আক্রমণ করে বসে প্লজেন, তবে ক্রসবারের বাধায় বেঁচে যায় বার্সেলোনা। বিরতির আগ মুহূর্তে ব্যবধান দ্বিগুণ করে বার্সেলোনা। ফ্রাঙ্ক কেসিয়ের ক্রসে জোর্দি আলবার মাথা ছুঁয়ে বল চলে যায় গোলমুখে। সেখান থেকে সহজে তা জালে জড়ান ফেরান তরেস।

দ্বিতীয়ার্ধে ৫৪তম মিনিটে স্পট কিকে ভিক্টোরিয়াকে ম্যাচে ফেরান টমাস চোরি। ২-১ গোলের পরিণত হয় স্কোরলাইন। এর তিন মিনিট পর তরেসের গোলে ব্যবধান বাড়ায় বার্সেলোনা।

৬৩তম মিনিটে চোরি হেডে লক্ষ্যভেদ করলে আরও জমে ওঠে ম্যাচ। তবে ৭৫তম মিনিটে পাবলো তোরের বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করলে ৪-২ গোলে এগিয়ে যায় চাভির শিষ্যরা।

ওই ব্যবধানেই শেষ হয় ম্যাচ। গ্রুপের শীর্ষ দুই দল ইন্টার ও বায়ার্ন খেলবে নক আউটে। আর টুর্নামেন্ট থেকে ছিটকে পড়া বার্সেলোনা খেলবে ইউরোপা লিগে।

এ বিভাগের আরো খবর