হারের বৃত্তে আটকে থাকা বাংলাদেশকে জয়ের ধারায় ফেরাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দলকে তুলে দেয় টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরণ শ্রীরামের হাতে। সর্বশেষ ২০ টি-টোয়েন্টিতে বাংলাদেশের অর্জন ৬ জয়। শ্রীরাম দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ এখন পর্যন্ত খেলেছে ১১ ম্যাচ। সেখানে জয় ৪ ম্যাচে।
এই ৪ ম্যাচের দুটি আবার খর্বশক্তির সংযুক্ত আরব আমিরাত, একটি নেদারল্যান্ডস আরেকটি জিম্বাবুয়ের বিপক্ষে। অপেক্ষাকৃত ছোট দলগুলোর বিপক্ষে ‘দুর্দান্ত’ পারফরম্যান্স দেখাতে সক্ষম হলেও বাংলাদেশ চুপসে যায় বড় দলগুলোর বেলায়।
পারফরম্যান্স ভালো না হলেও সাবেক এই ভারতীয় ক্রিকেটার দায়িত্ব নেয়ার পর থেকে ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। অফ ফর্মে থাকা সিনিয়রদের ছেঁটে ফেলার মতো দুঃসাহসিক সিদ্ধান্ত আসে তার পক্ষ থেকেই।
বাংলাদেশের হয়ে পারফরম্যান্সটা এখন পর্যন্ত খুব একটা ভালো করতে না পারলেও অধিনায়ক সাকিব আল হাসানের মুখে শোনা গেল শ্রীরামের প্রশংসা।
চলতি বিশ্বকাপের মধ্য দিয়ে শেষ হবে বোর্ডের সঙ্গে শ্রীরামের চুক্তি। জাতীয় দলের এই টেকনিক্যাল কনসালট্যান্টকে লম্বা সময়ের জন্য দলের সঙ্গে চান বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। ভারতের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এমনটাই জানান বাঁহাতি এই অলরাউন্ডার।
সাকিব বলেন, ‘আমি মনে করি সে তার কাজ বেশ ভালোভাবে শেষ করেছে। তার কিছু নির্দিষ্ট পরিকল্পনা আছে, যা নিয়ে সে কাজ করতে চেয়েছে। ছেলেদের সঙ্গে তার সম্পর্কও ভালো। যেভাবে সে কথা বলে তা ছেলেদের কাছে ভালো লাগে।’
তিনি আরও বলেন, ‘তার অধীনে আমরা কয়টা ম্যাচ খেললাম। হয়তো তিন, চার, পাঁচ, ছয়টা ম্যাচ। এই অল্প সময়ে আমি মনে করি এ রকম একটা তরুণ দল নিয়ে সে তার কাজটা ভালোভাবে করেছে। আমি আশা করি, সে বাংলাদেশের হয়ে চালিয়ে যাবে।’