বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আয়ারল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ১৭৯ রান

  •    
  • ৩১ অক্টোবর, ২০২২ ১৬:০৯

আয়ারল্যান্ডের বিপক্ষে ৫ উইকেট হারিয়ে ১৭৯ রান সংগ্রহ করেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। সর্বোচ্চ ৬৩ রান আসে অধিনায়ক ফিঞ্চের ব্যাট থেকে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে ৫ উইকেট হারিয়ে ১৭৯ রান সংগ্রহ করেছে স্বাগতিক অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার গ্যাবায় সোমবার অজিদের বিপক্ষে টস জিতে ফিন্ডিংয়ের সিদ্ধান্ত নেন আইরিশ অধিনায়ক অ্যান্ডি বলবার্নি।

ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। দলীয় ৮ রানের মাথায় ওপেনার ডেভিড ওয়ার্নারের উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে স্বাগতিকেরা। চাপ সামলে হাল ধরেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ ও মিচেল মার্শ। তাদের জুটিতে স্কোরবোর্ডে যোগ হয় ৫২ রান।

দারুণ কিছুর ইঙ্গিত দিয়েও ২৮ রানে মার্শকে ফেরান আইরিশ পেসার ব্যারি ম্যাকার্থির। এরপর ৯ বলে ১৩ রান করে গ্লেন ম্যাক্সওয়েল আউট হলেও অপর প্রান্ত থেকে তাণ্ডব চলে অধিনায়ক অ্যারন ফিঞ্চের।

৪৪ বলে ৬৩ রান করে ফিঞ্চ আউট হলে কিছুটা ধীরগতির হয়ে পড়ে অজিদের রানের চাকা। ১৭তম ওভারে ম্যাকার্থির তৃতীয় শিকার হয়ে বিদায় নেন তিনি। ৫ চার ও ৩ ছক্কায় ৬৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংসটি খেলেন এই ব্যাটার।

শেষ দিকে দ্রুত রান তুলতে গিয়ে জশুয়া লিটলের বলে আউট হন মার্কাস স্টয়নিস। এর আগে তার ব্যাট থেকে আসে ২৫ বলে ৩ চার ও ১ ছক্কায় ৩৫ রানের এক ইনিংস। টিম ডেভিড ১০ বলে ১৫ রান এবং ম্যাথু ওয়েড ৩ বলে ৭ রান নিয়ে অপরাজিত থাকেন।

আইরিশদের হয়ে বল হাতে ৩ উইকেট নিয়েছেন ম্যাকার্থি। ২ উইকেট নেন জশুয়া লিটল।

এ বিভাগের আরো খবর