বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দুঃসময়ে সবাইকে পাশে পেয়েছেন শান্ত

  •    
  • ৩০ অক্টোবর, ২০২২ ১৫:৫০

টানা ব্যর্থতায় অতীতে শান্ত অনেকবার মিডিয়ার তোপের মুখে পড়েছেন। একের পর ব্যর্থতা কাটিয়ে শেষ পর্যন্ত রানের দেখা পাওয়া শান্ত জানান, নিজের দুঃসময়ে পাশে পেয়েছেন সিনিয়র খেলোয়ারসহ ম্যানেজমেন্টের অনেককেই।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে নিজের প্রথম ফিফটি তুলে নিয়েছেন ওপেনার নাজমুল হোসেন শান্ত। বিশ্বকাপের চলতি আসরে বাংলাদেশের হয়ে প্রথম ব্যাটার হিসেবে হাফ সেঞ্চুরির দেখে পেয়েছেন তিনি।

শুরুতে কিছুটা ধীর গতির ব্যাটিং করলেও শেষ দিকে চেষ্টা করেন আক্রমণাত্মক ব্যাটিং করতে। শেষ পর্যন্ত বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ আউট হন তিনি। ৫৫ বলে ৭১ রান আসে তার ব্যাট থেকে।

টানা ব্যর্থতায় অতীতে শান্ত অনেকবার মিডিয়ার তোপের মুখে পড়েছেন। একের পর ব্যর্থতা কাটিয়ে শেষ পর্যন্ত রানের দেখা পাওয়া শান্ত জানান, নিজের দুঃসময়ে পাঁশে পেয়েছেন সিনিয়র খেলোয়ারসহ ম্যানেজমেন্টের অনেককেই।

জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ জয়ের পর রোববার সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘আমি অনেক চাপে ছিলাম বললে ভুল হবে। অনেক চাপে ছিলাম না কারণ টিম ম্যানেজমেন্ট থেকে অধিনায়ক, সিনিয়ররা সবাই পাশে ছিল। তারা সমর্থন দিয়েছেন। আর একটা জিনিস হলো, আমার ইনিংসের শুরু হচ্ছিল কিন্তু লম্বা হচ্ছিল না। মাথায় ছিল যে যদি স্টার্ট পাই তাহলে যেন লম্বা ইনিংস খেলতে পারি।’

১২৯.০৯ স্ট্রাইক রেটে ৭ চার ও ১ ছক্কায় ৫৫ বল খেলে ৭১ রান করেন শান্ত। প্রথম ৩০ বলে ৩০ রান করার পরের ২৫ বলে ৪১ রান করেন শান্ত। তার ইনিংসে ভর করে ১৫০ রানের পুঁজি দাঁড় করায় বাংলাদেশ। এ নিয়ে খেলছেন ১৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ। এর আগে ক্যারিয়ারে শান্তর সর্বোচ্চ ইনিংস ছিল ৪৫ রানের।

নিজের স্ট্রাইক রেট নিয়ে তিনি বলেন, ‘স্ট্রাইকরেট নিয়ে চিন্তা করিনি। বল দেখেছি সে অনুযায়ী খেলেছি। আমাদের যে পরিকল্পনা সে অনুযায়ী খেলার চেষ্টা করেছি’

এ বিভাগের আরো খবর