বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সাকিবের পরামর্শেই খাটো লেংথের বল করেন মোসাদ্দেক

  •    
  • ৩০ অক্টোবর, ২০২২ ১৫:২৫

পুরো ম্যাচে ভালো বল করতে না পারলেও শেষ ওভারে এসে নায়ক বনে যান মোসাদ্দেক। ম্যাচ শেষে জয়ের এই নায়ক জানান অধিনায়কের সঙ্গে আলোচনা করে বোলিং করাতেই সফলতার মুখ দেখেছেন তিনি।

জিম্বাবুয়ের বিপক্ষে পুরো ম্যাচেই খরুচে বোলিং করেন মোসাদ্দেক হোসেন সৈকত। ৩ ওভারেই তিনি দেন ২৮ রান। শেষ ওভারে সাকিব আল হাসান খরুচে মোসাদ্দেকের হাতে তুলে দেন বল।

ম্যাচের পুরোটা সময় লাইন লেংথ ধরে রাখতে না পারলেও শেষ ওভারে এসে তার নিয়ন্ত্রিত বোলিংয়ে নাটকীয় জয় পায় বাংলাদেশ। শেষ ওভারে অতিরিক্তসহ মোট ১৩ রান দেন মোসাদ্দেক। তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো শেষ ওভারে তিনি নেন ২ উইকেট।

তবে রোমাঞ্চ জাগে সে ওভারের শেষ বল নো হওয়ায়। নুরুল হাসান সোহানের ভুলে শুরুতে আম্পায়ার আউট দিলেও, পরে সেটি নো বল ডাকা করা হয়। সে সুবাদে জিম্বাবুয়ের জয়ের লক্ষ্য দাঁড়ায় ১ বলে ৪ রান।

মোসাদ্দেকের ফ্রি হিটের সেই বল ব্যাটে লাগাতে পারেননি ব্লেসিং মুজরাবানি। যে কারণে ৩ রানের জয় নিয়ে মাঠ ছাড়তে সক্ষম হয় টাইগাররা।

পুরো ম্যাচে ভালো বল করতে না পারলেও শেষ ওভারে এসে নায়ক বনে যান মোসাদ্দেক। ম্যাচ শেষে জয়ের এই নায়ক জানান অধিনায়কের সঙ্গে আলোচনা করে বোলিং করাতেই সফলতার মুখ দেখেছেন তিনি।

মোসাদ্দেক বলেন, ‘সাকিব ভাইয়ের সঙ্গে কথা হয়েছিল দুই রকম। ইয়র্কার করব না কি লেংথ বল করব। মাঠ ছোট ছিল। ইয়র্কার না হলে লেংথ মিস হয়ে ৬ হওয়ার সম্ভাবনা আছে।

‘এজন্য আমরা পরিকল্পনা করেছিলাম যে একটু ব্যাক অফ লেংথে,জোরের ওপর করব। যেন মিস টাইমিং হওয়ার সম্ভাবনা থাকে।’

এ বিভাগের আরো খবর