চ্যাম্পিয়ন লিগ থেকে বিদায়ের পর এবার লা লিগাতেও পথ হারানোর দশায় স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। ভ্যালেন্সিয়ার বিপক্ষে বারবার দ্বারপ্রান্তে গিয়েও এলোমেলো খেলায় গোলের দেখা পাচ্ছিলনা চাভি এর্নান্দেসের শিষ্যরা।
মেস্তায়া স্টেডিয়ামে শনিবার রাতে লিগের এ ম্যাচে রবার্ট লেওয়ানডোভস্কির একমাত্র গোলে আবারও রক্ষা পেল বার্সা। শেষ পর্যন্ত ১-০ গোলে জয় পেয়েছে কাতালানরা।
লা লিগায় ১২ ম্যাচ খেলে ১০ জয় ও এক ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট ৩১। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদের পয়েন্টও ৩১।
বায়ার্নের বিপক্ষে হারের পরেও ভ্যালেন্সিয়ার ম্যাচে শুরু থেকেই বেশ আত্মবিশ্বাসী দেখা যায় বার্সেলোনাকে। একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে কোণঠাসা করে রাখলেও কাজটা ঠিকঠাকমতো করতে পারছিল না চাভির শিষ্যরা।
২৩তম মিনিটে একটা গোলেও দেখা যায় বার্সা। আনসু ফাতির করা গোলটি শেষ পর্যন্ত অফসাইডে পরিণত হলে তা বাতিল হয়। ৪৩তম মিনিটে আরও একবার সুযোগ কাজে লাগাতে পারেনি দলটি।
দ্বিতীয়ার্ধের খেলা শুরুর কিছু সময় পর একসঙ্গে তিনটি পরিবর্তন আনে বার্সেলোনা। উসমান ডেম্বেলে, সের্হিও বুসকেতস ও ফাতিকে তুলে ফেররান তরেস, গাভি ও রাফিনিয়াকে নামান কোচ চাভি। তাতেও কোনো পরিবর্তন আনতে পারেনি স্কোরলাইনে।
অবশেষে ৯০ মিনিটের খেলা শেষে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে গোলের দেখা মেলে বার্সার। রাফিনিয়ার বাড়ানো দারুণ ক্রসে ছয় গজ বক্সে পা বাড়িয়ে নিখুঁত টোকায় বলকে ঠিকানায় পাঠান লেভা। তার এই গোলে ১-০তে জয় নিয়ে মাঠ ছাড়ে চাভি এর্নান্দেসের শিষ্যরা।
লা লিগায় টানা তৃতীয় ম্যাচে গোল পেলেন লেভা। ১২ ম্যাচে তার গোল হলো ১৩টি, আসরে সর্বোচ্চ।