টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।
অস্ট্রেলিয়ার গ্যাবায় রোববার বাংলাদেশ সময় সকাল ৯টায় শুরু হয় ম্যাচটি।
বাঁচামরার লড়াইয়ে বাংলাদেশ দলের একাদশে একটি পরিবর্তন আনা হয়েছে।
প্রথম ম্যাচে ৩ বলে ৫ রান করা ইয়াসির আলী রাব্বীর পরিবর্তে দ্বিতীয় ম্যাচে ডাক পেয়েছিলেন মেহেদী হাসান মিরাজ।
সাউথ আফ্রিকার বিপক্ষে মিরাজও ভালো করতে পারেননি, তবে তুলনা করলে অবশ্যই রাব্বীর চেয়ে ভালো পারফরম্যান্স। কোনো উইকেট না পেয়ে ৩ ওভারে বোলিং করে দিয়েছেন ৩২ রান। ব্যাট হাতে ১৩ বলে করেন ১১ রান।
একজন বেশি ব্যাটার নিয়ে আবারও ইয়াসির আলি রাব্বীকে রাখা হয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে।
অন্যদিকে জিম্বাবুয়ে একাদশেও এসেছে এক পরিবর্তন। লুক জংউইয়ের পরিবর্তে দলে নেয়া হয়েছে তেন্দাই চাতারাকে। পাকিস্তানের বিপক্ষে চাতারাকে বাদ দিয়ে নেয়া হয়েছিল ব্র্যাড ইভান্সকে।
নিজেদের সেরা ফর্মে রয়েছে জিম্বাবুয়ে। শেষ পাঁচ ম্যাচের চারটিতেই জয়ের দেখা পেয়েছে রোডেশীয়রা। সবশেষ পাকিস্তানকে ১ রানে হারিয়ে তারা জন্ম দিয়েছে অঘটনের। আর দুর্দান্ত সেই জয়ের স্বাদ নিয়ে বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমেছে দলটি।
অপরদিকে সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশের। শেষ পাঁচ ম্যাচের একটিতে জয়ের দেখা পেয়েছে টাইগাররা। আর সে কারণেই উড়তে থাকা জিম্বাবুয়েকে নিয়ে বাড়তি সতর্ক টিম টাইগার্স।
দুই দলের হেড টু হেড পরিসংখ্যানে অবশ্য বেশ এগিয়ে বাংলাদেশ। এখন পর্যন্ত ১৯ দেখায় ১২ বারই জয় নিয়ে মাঠ ছেড়েছে টিম টাইগার্স। বিপরীতে জিম্বাবুয়ের অর্জন ৭ জয়।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, ইয়াসির আলি রাব্বী, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।
জিম্বাবুয়ে একাদশ: ওয়েসলি মাধভিরে, ক্রেইগ আরভিন (অধিনায়ক), মিল্টন সুম্বা, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, রেগিস চাকাভা (উইকেটরক্ষক), রায়ান বার্ল, টেনডাই চাতারা, ব্র্যাড ইভান্স, রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানি।