প্রিমিয়ার লিগে চলতি মৌসুমের শুরু থেকে টেবিলের শীর্ষ অবস্থান ধরে রেখেছিল আর্সেনাল। এবার ইংলিশ এ দলটিকে টপকে শীর্ষে উঠে গেল ম্যানচেস্টার সিটি। লেস্টার সিটির বিপক্ষে কেভিন ডি ব্রুইনার এক মাত্র গোলে জয় পায় ম্যানসিটি।
কিং পাওয়ার স্টেডিয়ামে শনিবারের ম্যাচে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পেপ গার্দিওয়ার দল।
লেস্টার সিটির বিপক্ষে ম্যাচে খেলেননি আর্লিং হালান্ড। এর আগে চ্যাম্পিয়নস লিগে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ম্যাচ শেষ হবার আগেই তাকে তুলে নিয়েছিলেন কোচ গার্দিওয়ালা। বিশ্রামে রাখা হয়েছে মৌসুমের শুরু থেকে দারুণ ফর্মে থাকা নরওয়ের এ স্ট্রাইকারকে।
হালান্ডকে ছাড়াই লেস্টার সিটিকে ম্যাচের শুরু থেকে চাপে রাখে ম্যানসিটি। প্রথম ১০ মিনিটের মধ্যেই লিড নেয়ার সু্যোগ ছিল সিটির। হুলিয়ান আলভারেসের করা হেডটি রুখে দেন লেস্টার সিটির গোলকিপার।
শুরুতে বেশ কয়েকবার লেস্টারের ওপর চাপ সৃষ্টি করলেও সফলতা আসেনি। কিছু সময় পর চাপ সামাল দিয়ে স্বাভাবিক ছন্দে ফেরে লেস্টার। বেশ কয়েকবার আক্রমণে গেলেও সুযোগ কাজে লাগাতে পারেনি তারা।
ম্যানসিটি কাঙ্ক্ষিত গোলের দেখা পায় বিরতির পর। ম্যাচের ৪৯ তম মিনিটে ডি ব্রুইনার চমৎকার ফ্রি-কিকে লেস্টার সিটির ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে বল জালে জড়ালে লিড পেয়ে যায় ম্যানসিটি। এর পর দুই দলের কেউই আর গোলের দেখা পায়নি।
মৌসুমে শুরুতে ভালো না করলেও আগের দুই ম্যাচে জিতে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল লেস্টার সিটি। তবে এ ম্যাচে হার নিয়ে মাঠ ছাড়তে হল তাদের। ১৩ ম্যাচে তিন জয়ে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের ১৭ নম্বরে আছে দলটি।