আয়ারল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচেই হেরে বসে শ্রীলঙ্কা। লঙ্কানদের হারের ধারা অব্যাহত রয়েছে নিজেদের তৃতীয় ম্যাচে এসেও। নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের হারতে হয়েছে ৬৫ রানে।
কিউইদের করা ১৬৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সবগুলো উইকেট হারিয়ে ১০২ রান তুলতে সক্ষম হয় শ্রীলঙ্কা।
রান তাড়ায় ব্যাট করতে নেমে ম্যাচের শুরু থেকেই ব্যাটিং বিপর্যয় সঙ্গী হয় শ্রীলঙ্কার। লঙ্কানরা ২৪ রানেই হারিয়ে বসে ৫ উইকেট।
ভানুকা রাজাপাকসে দলকে খাদের কিনারা থেকে দলকে টেনে তোলার প্রচেষ্টা চালালেও বেশিদূর টেনে নিতে পারেননি। ২২ বলে ৩৪ করে থেমে যেতে হয় তাকেও।
এরপর কিছু সময় চেষ্টা করেন দাসুন শানাকা। তবে তার ৩২ বলে ৩৫ রানের ইনিংসটা কমিয়েছে কেবল পরাজয়ের ব্যবধানটাই। শেষ পর্যন্ত সবগুলো উইকেট হারিয়ে ১০২ রানের বেশি করা সম্ভব হয়নি শ্রীলঙ্কার পক্ষে। আর তাতেই ৬৫ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে নিউজিল্যান্ড।
এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে ১৫ রানে তিন উইকেট হারিয়ে দারুণ চাপে পড়ে নিউজিল্যান্ড।
সেই চাপ একহাতে সামাল দেন কিউই ব্যাটার গ্লেন ফিলিপস। দুর্দান্ত সেঞ্চুরিতে শ্রীলঙ্কার বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৭ রানের সংগ্রহ দাঁড় করে নিউজিল্যান্ড।