নেদারল্যান্ডসের বিপক্ষে জয় দিয়ে শুরুর পর সাউথ আফ্রিকার বিপক্ষে মুখ থুবড়ে পড়ে টিম টাইগার্স। এদিন রেকর্ড রানে হেরে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে। সিডনির তিক্ত অভিজ্ঞতাকে পাশ কাটিয়ে টাইগারদের চোখ এখন ব্রিসবেনে জিম্বাবুয়েকে হারানোর মধ্য দিয়ে জয়ের ধারায় ফেরা।
রোববার গ্যাবায় নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশ লড়বে জিম্বাবুয়ের বিপক্ষে। বাংলাদেশ সময় সকাল ৯টায় শুরু হবে ম্যাচটি।
নিজেদের সেরা ফর্মে রয়েছে জিম্বাবুয়ে। শেষ পাঁচ ম্যাচের ৪টিতেই জয়ের দেখা পেয়েছে রোডেশিয়ানরা। সবশেষ পাকিস্তানকে ১ রানে হারিয়ে তারা জন্ম দিয়েছে অঘটনের। আর দুর্দান্ত সেই জয়ের স্বাদ নিয়ে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে তারা।
অপরদিকে সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশের। শেষ পাঁচ ম্যাচের ভেতর কেবল একটিতে টাইগাররা পেয়েছে জয়ের দেখা। আর সে কারণেই উড়তে থাকা জিম্বাবুয়েকে নিয়ে অতিরিক্ত সতর্ক টিম টাইগার্স।
তবে দুই দলের হেড টু হেড পরিসংখ্যানে বেশ এগিয়ে রয়েছে বাংলাদেশ। এখন পর্যন্ত দুই দলের মুখোমুখি হওয়া ১৯ দেখায় ১২ বারই জয় নিয়ে মাঠ ছেড়েছে টিম টাইগার্স। বিপরীতে জিম্বাবুয়ের অর্জন ৭ জয়।
চলতি বিশ্বকাপের শুরু থেকেই জিম্বাবুয়ের বিপক্ষের ম্যাচটি ধরে নেয়া হয়েছিল সহজ একটি ম্যাচ হিসেবে। কিন্তু টাইগারদের সাম্প্রতিক হতশ্রী পারফরম্যান্সে এই ম্যাচটিকেই এখন অনেক বড় মনে হচ্ছে।
তবে ‘কঠিন’ এই ম্যাচের আগে অস্ট্রেলিয়ার কাছ থেকে পাওয়া অনুপ্রেরণা বাংলাদেশের জয়ের বিষয়ে অবদান রাখবে বলে মনে করছেন জাতীয় দলের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরণ শ্রীরাম।
শ্রীরাম বলেন, ‘অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের কাছে হেরেছে, কিন্তু পরের ম্যাচেই তারা শ্রীলঙ্কাকে হারালো। এর বেশি আপনি কি চান? এই উদাহরণটা আমরা নিতে পারি। আমি মনে করি এ ধরনের টুর্নামেন্টে আবেগের কোনো জায়গা নেই।’
তিনি আরও বলেন, ‘একটা খারাপ দিন পেছনে ফেলে আপনি দারুণভাবে ঘুরে দাঁড়াতে পারেন। এটা ছেলেরাও ভালো করে জানে। আমরা যতটা সম্ভব সেরা প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছি। আমি মনে করি আমরা পরের ম্যাচের জন্য প্রস্তুত।’
জিম্বাবুয়েকে মোকাবেলা করতে দল পুরো প্রস্তুত বলে মনে করছেন শ্রীরাম।
তিনি বলেন, ‘ছেলেরা ভালোভাবে প্রস্তুত। তারা তাদের প্রতিপক্ষকে বেশ ভালোভাবে চেনে, জানে। আমরা আমাদের হোমওয়ার্কটা ঠিক-ঠাকই করছি।’
গ্যাবায় আগে ব্যাটিং করা দল বেশ এগিয়ে থাকবে জয়ের ক্ষেত্রে। কেননা ব্যাটিংবান্ধব এই উইকেটে ৬৭ শতাংশ জয় পেয়েছে আগে ব্যাটিং করা দল। তাই টসে জিতে ব্যাটিং নেয়াটাই উত্তম সিদ্ধান্ত হবে বলে ধরে নেয়া যাচ্ছে।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে একাদশে পরিবর্তনের সম্ভাবনা নেই জিম্বাবুয়ের। অপরদিকে এক পরিবর্তন আসতে পারে টাইগার স্কোয়াডে। ইয়াসির আলি রাব্বিকে পরখ করে দেখার সম্ভাবনা রয়েছে এই ম্যাচে।
বাংলাদেশ সম্ভাব্য একাদশ: সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।