জয়ের মঞ্চটা ম্যাচের তৃতীয় দিনই গড়ে রেখেছিল বাংলাদেশ ‘এ’ দল। শেষ দিনে তামিলনাড়ু একাদশকে ইনিংস ব্যবধানে হারিয়ে দুই ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেল মোহাম্মদ মিঠুনের নেতৃত্বাধীন দল।
প্রথম ইনিংসে ‘এ’ দলের করা ৩৪৯ রানের জবাবে ব্যাট করতে নেমে ৯৩ রানেই গুটিয়ে যায় তামিলনাড়ু দল। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ২৫২ রানে অলআউট হয় তারা।
আর সে সুবাদে ইনিংস ও ৪ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে মিঠুন বাহিনী।
প্রথম ইনিংসে অধিনায়ক মিঠুনের অপরাজিত ১৫৬ ও সাদমান ইসলামের ৮৯ রানের সুবাদে ৯ উইকেট খরচায় স্কোরবোর্ডে ৩৪৯ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।
জবাবে প্রথম ইনিংসে থেকেই ব্যাটিং বিপর্যয় সঙ্গী হয় তামিলনাড়ুর। মাত্র ৯৩ রানে অলআউট হয় স্বাগতিকরা। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসেও ৯৮ রানে হারায় ৬ উইকেট।
এরপর আদিত্য গণেশের ৪১ রানের সুবাদে তৃতীয় দিনে আর কোনো উইকেট না হারিয়ে ১৩৩ রানের পুঁজি নিয়ে দিন শেষ করে স্বাগতিকরা।
চতুর্থ দিনে ইনিংস ব্যবধানে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ৪ উইকেট তুলে নেয়া। এ লজ্জা থেকে বাঁচতে তামিলনাড়ুর দরকার ছিল ১২৩ রান, তবে শেষ দিনটাও নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।
২৫২ রান তুলতেই টাইগারদের স্পিনতোপে থেমে যায় তামিলনাড়ুর রানের চাকা। আর সেই সুবাদে ইনিংস ও ৪ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ ‘এ’ দল।
বাংলাদেশকে জয় এনে দেয়ার পথে বাহাঁতি স্পিনার তাইজুল নেন ৫ উইকেট। প্রথম ইনিংসে ৫ উইকেট নেয়া পেইসার রেজাউর রহমান রাজা দ্বিতীয় ইনিংসে নেন ২ উইকেট।