বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিপিএলের শিক্ষা বাংলাদেশের ওপর প্রয়োগ করছেন রুসো

  •    
  • ২৭ অক্টোবর, ২০২২ ১৮:৫১

বিপিএলে তিন আসর খেলা রুসো দুই আসরে ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক। রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্সের হয়ে মাতিয়েছিলেন মিরপুর ও চট্টগ্রাম। বিপিএলের এক মৌসুমে প্রথম ব্যাটার হিসেবে তিনি পেরিয়েছেন ৫০০ রানের মাইলফলক। 

বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে সাউথ আফ্রিকার রাইলি রুসো মুস্তাফিজ-তাসকিন আহমেদদের তুলোধুনা করে ৫২ বলে তুলে নেন চলতি বিশ্বকাপের প্রথম সেঞ্চুরি। খেলেন ৫৬ বলে ১০৯ রানের বিধ্বংসী ইনিংস।

তার মারকুটে ব্যাটিংয়ে রান পাহাড়ে বাংলাদেশকে পিষ্ট করে সাউথ আফ্রিকা। প্রোটিয়াদের বড় জয়ের নায়ক তিনি। এ দুর্দান্ত পারফরম্যান্সের জন্য রুসো কৃতিত্ব দিলেন বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল)।বিপিএলে তিন আসর খেলা রুসো দুই আসরে ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক। রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্সের হয়ে মাতিয়েছিলেন মিরপুর ও চট্টগ্রাম। বিপিএলের এক মৌসুমে প্রথম ব্যাটার হিসেবে তিনি পেরিয়েছেন ৫০০ রানের মাইলফলক।

বিপিএলের পঞ্চম আসরে রংপুর রাইডার্স ১৪ ম্যাচে করেছিলেন ৫৫৮ রান। এরপর খুলনার হয়ে খেলা এ ক্রিকেটার করেন ৪৯৫ রান।বাংলাদেশি বোলারদের বিপক্ষে পরিষ্কার ধারণাই তাকে দুর্দান্ত ব্যাটিং করতে সাহায্য করেছে বলে মনে করেন প্রোটিয়া এ ব্যাটার।

ম্যাচ শেষে সংবাদসম্মেলনে রুসো বলেন, ‘(বিপিএলে খেলা) অবশ্যই সাহায্য করেছে। আমি সেখানে ছিলাম তিন বছর। যদি আমার সঠিকভাবে মনে থাকে এর মধ্যে দুই আসরে আমি সর্বোচ্চ রান স্কোরার ছিলাম।’

‘বাংলাদেশের অনেক ছেলের বিপক্ষে ও অনেকের সঙ্গে খেলেছি। আমি খুব বেশি অপরিচিত ছিলাম না। এটা অবশ্যই আজকের ম্যাচে আমাকে সাহায্য করেছে।’

এ বিভাগের আরো খবর