চলতি বিশ্বকাপের শুরুতে সাকিব আল হাসানকে ছাড়িয়ে যান টিম সাউদি। অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপের মূল পর্বের প্রথম ম্যাচেই সাকিবকে টপকে শর্টার ফরম্যাটের ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারী হিসেবে নিজের নাম তোলেন রেকর্ডবুকে।
তবে হারানো সিংহাসন ফিরে পেতে বেশি সময় নেননি সাকিব আল হাসান। সাউথ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সাকিব তুলে নিয়েছেন ২ উইকেট। আর তাতে সাউদির রেকর্ডে ভাগ বসিয়েছেন বাঁহাতি এই অলরাউন্ডার।
বর্তমানে যৌথভাবে টি-টোয়েন্টি ফরম্যাটে সর্বোচ্চ উইকেটশিকারী হিসেবে পুনরুদ্ধার করেছেন নিজের জায়গা। সাউদির সমান ১২৫ উইকেট নিয়ে রয়েছেন তালিকার শীর্ষে।
গত বছর সাবেক লঙ্কান পেইসার লাসিথ মালিঙ্গাকে টপকে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারী হিসেবে নাম লেখান সাকিব।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বাধিক উইকেট শিকারি
সাকিব আল হাসান- ১২৫
টিম সাউদি- ১২৫
রাশিদ খান- ১১৯
লাসিথ মালিঙ্গা- ১০৭
ইশ সোধি- ১০৪