বিশ্বকাপের শুরুটা ভারত করেছিল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে। দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা ধরে রেখেছে রোহিত শর্মার দল। নেদারল্যান্ডসের বিপক্ষে রোহিত শর্মার দল জয় পেয়েছে ৫৬ রানে।
ভারতের করা ১৮০ রানের জবাবে ৯ উইকেট হারিয়ে ১২৩ রানের বেশি তোলা সম্ভব হয়নি ডাচদের পক্ষে।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বৃহস্পতিবার টসে জিতে ব্যাট জিতে আগে ব্যাটিংয়ে নেমে দলীয় ১১ রানে ওপেনার লোকেশ রাহুলকে হারায় ভারত। পরিস্থিতি সামাল দিতে বেশি সময় লাগেনি অধিনায়ক রোহিত শর্মা ও ভিরাট কোহলির।
দ্বিতীয় উইকেটে কোহলির সঙ্গে ৭৩ রানের জুটি গড়েন অধিনায়ক শর্মার। জুটি ভেঙে দলীয় ৮৪ রানে আউট রোহিত। তিনি ৩৯ বলে ৫৩ রান করে সাজঘরে ফেরেন। ৪টি চার ও ৩ ছয়ের মারে সাজানো ছিল তার ইনিংসটি।
আর ৪৪ বলে তিন চার আর দুটি ছক্কায় ৬২ রান করে অপরাজিত থাকেন কোহলি। প্রায় তিন বছর অফ ফর্মে থাকার পর আবারও পুরোনো কোহলিকে দেখা যাচ্ছে এবারের আসরে।
চারে নেমে মারকুটে ব্যাটিংয়ে ২৫ বলে ৫১* রান করেন সুরিয়া কুমার ইয়াদভ। ৭টি চার আর এক ছক্কায় এই রান করে অপরাজিত থাকেন তিনি। ফলে শেষ পর্যন্ত ২ উইকেট হারিয়ে ১৭৯ রান সংগ্রহ করে ভারত।
রান তাড়া করতে নেমে ইনিংসের শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারানো নেদারল্যান্ডস শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৩ রান করতে সক্ষম হয়। ৫৬ রানে জয় পায় ভারত।
ভারতের হয়ে দুটি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার, আর্শদীপ সিং, আক্সার প্যাটেল ও রভিচন্দ্রন আশউইন। আর মোহাম্মদ শামি নেন একটি উইকেট। ম্যাচ সেরার পুরস্কার পান ভারতের সুরিয়া কুমার ইয়াদভ।