বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘পরিকল্পনা বাস্তবায়নে ভুল ছিল’

  •    
  • ২৭ অক্টোবর, ২০২২ ১৫:২৪

নেদারল্যান্ডসের বিপক্ষে জয় পাওয়া দল কীভাবে পরের ম্যাচেই পাল্টে গেল সেটার জবাব দিলেন অধিনায়ক সাকিব আল হাসান। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি জানান পরিকল্পনায় ভুল করেছে দল।

একের পর এক নো বল, রিভিউ নিতে ভুল, সোহানের নড়াচড়ায় ৫ রান জরিমানা, বল হাতে বোলারদের বেধড়ক মার খাওয়া, আর সেই সঙ্গে ব্যাটারদের ব্যর্থতা। সবকিছুর যোগফল সাউথ আফ্রিকার বিপক্ষে রেকর্ড রানে বাংলাদেশের হার।

সব মিলিয়ে প্রোটিয়াদের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচটা ভুলে যেতে চাইবে বাংলাদেশের ক্রিকেটাররা।

নেদারল্যান্ডসের বিপক্ষে জয় পাওয়া দল কীভাবে পরের ম্যাচেই পাল্টে গেল সেটার জবাব দিলেন অধিনায়ক সাকিব আল হাসান। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি জানান পরিকল্পনা মাঠে বাস্তবায়নে ভুল করেছে দল।

সাকিব বলেন, ‘আমাদের প্ল্যানিংয়ে কোনো ভুল ছিল না। বাস্তবায়নে ভুল ছিল। আমাদের আসলে বিশ্বাসে ঘাটতি থাকতে পারে এ রকম বড় রান তাড়া করে জয়ের। আমরা ঘরেও এমন রান তাড়া করিনি। এমন না যে আমরা এর আগে বড় স্কোর করিনি। সিডনির উইকেট ভালো ছিল। আমি হতাশ, আমাদের আরো ভালো ব্যাটিং করার কথা ছিল।’

সাউথ আফ্রিকার বিপক্ষে ১০-এর বেশি আস্কিং রেটে ব্যাট করতে নেমে যেভাবে শুরু করেছে বাংলাদেশ, সেটা কিছুক্ষণের জন্য হলেও আশাবাদী করেছে অধিনায়ককে। তবে ২ ওভারে ২৭ রানের সংগ্রহ থেকে যেভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে ব্যাটিং লাইনআপ সেটার মানতে পারছেন না সাকিব।

তিনি যোগ করেন, ‘ব্যাটিংটা আমরা অনেক বেশি খারাপ করেছি। আমরা এর থেকে ভালো দল আমি মনে করি অন্তত। প্রথম দুই ওভারে যখন ২৭ রান বিনা উইকেটে, আপনি তখন আশা করবেন এখান থেকে দল ক্যারি অন করবে। না জিতলেও ভালো একটা ব্যাটিং ডিসপ্লে শো করবে। কিন্তু সেটা আমরা করতে পারিনি। যেটা হতাশাজনক।’

প্রতিপক্ষ ২০০-এর বেশি রান করলেও বোলিং নিয়ে হতাশ নন সাকিব। রাইলি রুসোর খুনে ব্যাটিংয়ের কাছে বোলাররা পরাস্ত হয়েছে স্বীকার করলেন তিনি।

সাকিব বলেন, ‘মনে হয় না খুব বেশি খারাপ বোলিং করেছি। রাইলি রুসো ছাড়া কোনো ব্যাটার বাউন্ডারি মারতে পারেনি। আর রুসো আজ যেভাবে ব্যাট করেছে একজন বোলারকেও মনে হয় না ওর খেলতে সমস্যা হয়েছে। আমি বোলিং নিয়ে চিন্তিত না।’

এ বিভাগের আরো খবর