বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের ম্যাচ শুরুর আগে চলতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার ভাগ্য নিশ্চিত হয়ে যায়। ভিক্টোরিয়া প্লজেনের বিপক্ষে জয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় ওঠে ইন্টার মিলান।
তাতে বায়ার্ন মিউনিখের বিপক্ষে খেলতে নামার আগে ইউরোপ-সেরার মঞ্চ থেকে ইউরোপা লিগে অবনমন নিশ্চিত হয়ে যায় বার্সেলোনার। নিজেদের ম্যাচে উল্টো হেরে বসে বার্সেলোনা। বায়ার্নের বিপক্ষে ৩-০ গোলে হার নিয়ে মাঠ ছাড়ে বার্সা।
এই ম্যাচের আগে বার্সেলোনার ইউরোপা লিগে খেলা অনেকটা নিশ্চিত ছিল। কাগজকলমে যেটুকু আশা বাকি ছিল তা-ও শেষ হয়ে গেল বুধবার রাতের ম্যাচে হারের পর। ফলে বার্সেলোনাকে টানা দ্বিতীয়বারের মতো খেলতে হবে ইউরোপা লিগে।
এবারের চ্যাম্পিয়নস লিগে ভিক্টোরিয়া প্লজেনকে ৫-১ গোলে হারিয়ে দুর্দান্ত শুরু করেছিল বার্সেলোনা। শুরুটা ধরে রাখতে পারেনি স্পেনের এই ক্লাবটি। গ্রুপ পর্বের পরের চার ম্যাচ খেলে তারা ১ পয়েন্ট সংগ্রহ করে।
ম্যাচ শুরুর ১০ মিনিটের মধ্যেই লিড নেন বায়ার্ন লিভারপুলের সাবেক ফরোয়ার্ড সাদিও মানে। পড়ে ৩১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন চুপো মোটিং। সার্জ জিনাব্রির কাছ থেকে বল পেয়ে গোলটি করেন তিনি। এতে করে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বায়ার্ন।
দ্বিতীয়ার্ধে বার্সেলোনাকে আবারও চেপে ধরে বায়ার্ন মিউনিখ। ম্যাচের শেষ মিনিটে বেনজামিন পাভার্ডের গোলে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন।