প্রথম ওভারে তাসকিন আহমেদ উইকেট তুলে চাপে ফেলার চেষ্টা করে সাউথ আফ্রিকাকে। চাপ সামলে উল্টো ব্যাটিংয়ে ঝড় তোলে প্রোটিয়ারা।
রাইলি রুসো ও কুইন্টন ডি ককের মারকুটে ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে দলটি ২০৫ রানের পাহাড়সম টার্গেট দিয়েছে বাংলাদেশকে।
সিডনি ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা।
শুরুতে বেরিয়ে যাওয়া বলে ব্যাট ছুঁইয়ে উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের গ্লাভসে ধরা পড়েন বাভুমা। তিনি ৬ বলে দুই রান করে আউট হন।
অধিনায়কের উইকেট তুলে নিলেও রুসো-ককের ঝড় থামাতে পারেননি বাংলাদেশের কোনো বোলার। মাঝে একবার বৃষ্টি প্রোটিয়াদের মারকুটে ব্যাটিং থামালেও খেলা শুরু হলে আবার তাণ্ডব চালান দুই ব্যাটার।
দুজনের মধ্যে ডি কককে ফেরান আফিফ হোসেন। ৩৮ বলে ৬৩ রান করে আউট হন তিনি। এ যাত্রায় তিনি সাত চার ও তিনটি ছক্কা মারেন, যেখানে তার ব্যাটিং স্ট্রাইক রেট ১৬৫.৭৮।
ডি ককের পর ট্রিস্টান স্টাবসকে ফেরান অধিনায়ক সাকিব আল হাসান। ৭ বলে ৭ রান করে আউট হন তিনি।
অন্যদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন প্রোটিয়া ব্যাটার রাইলি রুসো। ৫৬ বলে ১০৯ রান করা এ ব্যাটারকে ফেরান সাকিব।
এ যাত্রায় তিনি সাত চার ও ৮টি ছক্কা মারেন। এরপর ১১ বলে ১০ রান করা এইডেন মার্করামকে সাজঘরের পথ দেখান হাসান মাহমুদ।
প্রথম ওভারে ২১ রান দিলেও পরের দুই ওভারে ১২ রান দিয়ে দুই উইকেট তুলে নেন সাকিব। তাসকিন ৩ ওভারে ৪৬ রান দিয়ে নেন ১ উইকেট। মোস্তাফিজ উইকেট না পেলেও ৪ ওভারে দেন ২৫ রান।