প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে একের পর এক হারে বিপর্যস্ত অ্যাস্টন ভিলা তাদের কোচ স্টিভেন জেরার্ডকে বরখাস্ত করে শুক্রবার। তার জায়গায় নতুন কোচ নিয়োগ দিতে তিন দিন সময় নিয়েছে বার্মিংহামের ক্লাবটি।
স্পেনের ভিয়ারিয়ালের কোচ উনাই এমেরিকে দায়িত্ব দেয়া হয়েছে ক্লাবের। আগামী ১ নভেম্বর আনুষ্ঠানিকভাবে ভিলার দায়িত্ব নেবেন এমেরি। আপাতত ওয়ার্ক পারমিটের অপেক্ষায় আছেন সাবেক এই স্প্যানিশ ফুটবলার।
এক টুইট বার্তায় সোমবার রাতে নতুন কোচ নিয়োগের খবরটি প্রকাশ করে অ্যাস্টন ভিলা। যেখানে বলা হয়, ‘নতুন কোচ হিসেবে উনাই এমেরির নাম ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত।’
উনাই এমেরি বর্তমানে স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালের কোচের দায়িত্ব পালন করছেন। ৫০ বছর বয়সী এই কোচের জন্য ভিয়ারিয়ালকে ৫২ লাখ পাউন্ড বাইআউট ফি দিতে হচ্ছে অ্যাস্টন ভিলাকে।
দ্বিতীয়বারের মতো ইংলিশ কোনো ক্লাবের দায়িত্ব নিচ্ছেন এমেরি। এর আগে আর্সেনালের হয়ে প্রধান কোচের দায়িত্ব পালন করলেও সফলতা না পেয়ে ক্লাবটি ছেড়েছিলেন নয় শর বেশি ম্যাচ পরিচালনাকারী এই কোচ।
তার অধীনে গত বছর চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল খেলেছিল ভিয়ারিয়াল। টানা দুই মৌসুম দলকে ইউরোপিয়ান প্রতিযোগিতাটিতে খেলার সুযোগ করে দেন তিনি।
ইংলিশ প্রিমিয়ার লিগে ১২ ম্যাচ খেলে ৩ জয়, ৩ ড্র ও ৬ হারে ১২ পয়েন্ট নিয়ে পঞ্চদশ স্থানে রয়েছে অ্যাস্টন ভিলা।