টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ।
বৃষ্টির কারণে ম্যাচ নিয়ে শঙ্কা থাকলেও তা কাটিয়ে হোবার্টে বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হয়েছে ম্যাচটি।
দুই দলের সাম্প্রতিক পরিসংখ্যান বিবেচনায় জয়ের পাল্লাটা বেশ ভারী নেদারল্যান্ডসের।
এখন পর্যন্ত নেদারল্যান্ডসের বিপক্ষে ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। যেখানে বাংলাদেশের অর্জন ১ হারের বিপরীতে দুই জয়। সেদিক থেকে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জয়ের দিকে পাল্লা কিছুটা হলেও ভারী বাংলাদেশের।
সর্বশেষ ১০টি টি-টোয়েন্টি ম্যাচের ভেতর বাংলাদেশ জয়ের মুখ দেখেছে মাত্র ৩ ম্যাচে। সেই ৩ ম্যাচের ভেতর একটি জিম্বাবুয়ের বিপক্ষে বাকি দুটি আইসিসির সহযোগী দেশ আরব আমিরাতের বিপক্ষে।
এই তিন ম্যাচ বাদে বাকি ৭ ম্যাচের ভেতর জিম্বাবুয়ে, আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে একটি করে আর পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে ২টি করে ম্যাচ হেরেছে বাংলাদেশ।
অন্যদিকে নিজেদের শেষ ১০ টি-টোয়েন্টি ম্যাচের ৬টিতেই জয় পেয়েছে নেদারল্যান্ডস। বিশ্বকাপের বাছাইপর্বে নামিবিয়া ও আরব আমিরাতের বিপক্ষে জয় পেলেও শ্রীলঙ্কার বিপক্ষে হারকে সঙ্গী করে মাঠ ছাড়তে হয় তাদের। কিন্তু তাতেও বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করে নেয় ডাচরা।
বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, ইয়াসির আলি রাব্বি, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।
নেদারল্যান্ডস একাদশ: ম্যাক্স ওডাউড, বিক্রমজিৎ সিং, বাস ডি লিড, টম কুপার, কলিন অ্যাকারম্যান, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক/উইকেটরক্ষক), টিম প্রিঙ্গল, সিরাজ আহমেদ, ফ্রেড ক্লাসেন, পল ভ্যান মিকারে ও লোগান ভেন বিক।