টি-টোয়েন্টি বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। রোববার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হয়েছে ম্যাচটি।
বৃষ্টি নিয়ে যে শঙ্কা ছিল তা কাটিয়ে নির্ধারিত সময়ে শুরু হয় এ ম্যাচ। দ্বিতীয় ওভারের শুরুতেই অধিনায়ক বাবর আজমকে হারিয়ে চাপে পড়েছে পাকিস্তান। শূন্য রানে আউট হয়ে সাজঘরে ফিরে গেছেন তিনি।
২০ ওভারের ক্রিকেটে দুই দল মোট ১১ বার একে অন্যের বিপক্ষে লড়েছে। ভারত জিতেছে সাতবার, পাকিস্তান তিনবার। টাই হয়েছে একবার। ওই ম্যাচে বোল আউটে জিতেছিল ভারতীয়রা।
তবে সাম্প্রতিক ফর্ম বিচারে পাকিস্তানকে এগিয়ে রাখতে হবে। কেননা ভারতের বিপক্ষে খেলা সর্বশেষ তিন ম্যাচের দুটিই জিতেছে পাকিস্তান।
পাকিস্তান একাদশ : মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম (অধিনায়ক), শান মাসুদ, শাদাব খান, হায়দার আলি, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নাওয়াজ, আসিফ আলি, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রাউফ।
ভারতীয় একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, ভিরাট কোহলি, সুরিয়াকুমার ইয়াদভ, হার্দিক পান্ডিয়া, দিনেশ কার্তিক, আক্সার প্যাটেল, রভিচন্দ্রন আশউইন, মোহাম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, আর্শদীপ সিং।