বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চেলসির বিপক্ষে নাটকীয় ড্র ম্যানচেস্টার ইউনাইটেডের

  •    
  • ২৩ অক্টোবর, ২০২২ ০৯:৩৯

৮৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে চেলসিকে এগিয়ে দেন জর্জিনিয়ো। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে গোল করে ইউনাইটেডকে সমতায় ফেরান কাসেমিরো।

প্রিমিয়ার লিগে চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচটি গোলশূন্য ড্রয়ের দিকেই এগোচ্ছিল। তবে নির্ধারিত সময়ের তিন মিনিট আগে পেনাল্টি থেকে গোল পেয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় চেলসি। শেষ মুহূর্তের গোলে নিশ্চিত জয় ভেবেই নিয়েছিল অনেক সমর্থক। কিন্তু নাটকীয়তা তখনও শেষ হয়নি। যোগ করা অতিরিক্ত সময়ে কাসেমিরোর গোলে শেষ পর্যন্ত ড্র হয় ম্যাচটি। এতে মূল্যবান একটি পয়েন্ট বেঁচে যায় ম্যানচেস্টার ইউনাইটেডের।

স্ট্যামফোর্ড ব্রিজে শনিবার চেলসি-ম্যানচেস্টার ইউনাইটেড হাইভোল্টেজ ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।

ম্যাচের শুরুতে প্রতিপক্ষের গতিময় ফুটবলের সঙ্গে তাল মেলাতেই হিমশিম খায় চেলসি। একচেটিয়া আধিপত্য করেও অবশ্য কাজের কাজ কিছু করতে পারেনি শৃঙ্খলাভঙ্গের দায়ে রোনালডোকে বাদ দিয়ে খেলতে নামা ম্যানইউ।

একের পর এক চেষ্টা করলেও গোলের দেখা পায়নি দুই দলের কেউই। তবে বিরতির পর ম্যানচেস্টার ইউনাইটেডের ধার আরও কমে যায়। সেই সুযোগে চেলসিও গোল আদায় করতে পারছিল না।

এরপর চাপ বাড়ানোর চেষ্টা করে চেলসি। আক্রমণ-পাল্টা আক্রমণ চলতে থাকলেও সুযোগ মিস করে যাচ্ছিলেন দুই দলের খেলোয়াড়রাই।

৮৪তম মিনিটে চেলসির তরুণ ফরোয়ার্ড আরমান্দোকে ইউনাইটেড ডিফেন্ডার স্কট ম্যাকটমিনে ডি-বক্সে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জালে পাঠান জর্জিনিয়ো।

মৌসুমের শুরু থেকে অধারাবাহিক ইউনাইটেড শিবিরে তখন আরেকটি হারের শঙ্কা। তবে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে শঙ্কা দূর করেন কাসেমিরো। লুক শয়ের বাড়ানো বলে লাফিয়ে হেড করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার। তার গোলে ১-১ গোলে সমতায় ফিরে ম্যাচ শেষ করে ম্যান এরিক টেন হাখের শিষ্যরা।

এই ড্রয়ের পর ১১ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চম স্থানে আছে ইউনাইটেড। সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে চেলসি। ১০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। দ্বিতীয় স্থানে থাকা ম্যান সিটির পয়েন্ট ১১ ম্যাচে ২৬। সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে টটেনহাম।

এ বিভাগের আরো খবর