সর্বশেষ ১৯৯৬ সালে নটিংহাম ফরেস্টের বিপক্ষে হার নিয়ে মাঠ ছেড়েছিল লিভারপুল। এরপর গত ২৬ বছরে দল দুটি আরও পাঁচবার মুখোমুখি হলেও হারের মুখ দেখেনি অলরেডরা।
অন্যদিকে অপেক্ষা দীর্ঘ হচ্ছিল ফরেস্টের। এবার সেই অপেক্ষার অবসান ঘটিয়েছে তারা। লিভারপুলকে নিজেদের ঘরের মাঠে ১-০ গোলের ব্যবধানে হারিয়েছে নটিংহাম ফরেস্ট।
মৌসুমের শুরু থেকেই সময়টা ভালো যাচ্ছে না লিভারপুলের। তবে চ্যাম্পিয়নস লিগে রেঞ্জার্সের মাঠে জয়ের পর প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি ও ওয়েস্ট হামকে হারিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল দলটি। কিন্তু শেষ পর্যন্ত প্রিমিয়ার লিগে টেবিলের তলানিতে থাকা দলের বিপক্ষে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে অলরেডদের।
আগেও ম্যাচে গোল পাওয়া ডারউইন নুনিয়েজকে একাদশের বাইরে রেখে এ ম্যাচে দল সাজান কোচ ইয়োর্গেন ক্লপ। যে কারণে এ ম্যাচে আক্রমণভাগের দায়িত্ব দেন মোহামেদ সালাহ ও রবের্তো ফিরমিনোকে।
ম্যাচের শুরু থেকে বল দখলে আধিপত্য করলেও আক্রমণে তেমন কোনো ধার ছিল না ক্লপের শিষ্যদের। বেশ কয়েক বার চেষ্টা করেও প্রতিপক্ষের জালে বল জড়াতে পারেননি সালাহ-ফিরমিনোরা। এভাবে প্রথমার্ধে গোলশূন্য থাকে দুদলই।
দ্বিতীয়ার্ধেও লিভারপুল ছন্দে ফিরতে পারেনি। ৫১তম মিনিটে ফ্রি কিকে বল সামনে পেলেও সুযোগ কাজে লাগাতে পারেননি সালাহ।
এর চার মিনিট পর লিভারপুলকে স্তব্ধ করে লিড নিয়ে নেয় নটিংহাম। স্টিভ কুকের কাছ থেকে বল পেয়ে লিভারপুলের জালে বল জড়ান নাইজেরিয়ান ফরোয়ার্ড তাইয়োর।
এরপর গোলের জন্য মরিয়া হয়ে ওঠা ক্লপের শিষ্যরা একের পর এক চেষ্টা চালালেও গোলের দেখা পায়নি তারা।
নটিংহাম ফরেস্টের এমন দারুণ জয়ে উল্লাসে মেতে ওঠে দলটির ডাগআউট, সমর্থকরাও।