টি-টোয়েন্টিতে প্রতিপক্ষ, ভেন্যু, অধিনায়ক, কোচিং স্টাফ, খেলোয়াড় বদলালেও ভাগ্যের বদল ঘটাতে সক্ষম হচ্ছে না বাংলাদেশ। যার কারণে হারের বৃত্তে আটকে থেকেই দিন পার করতে হচ্ছে লাল সবুজের প্রতিনিধিদের।
আইসিসির সহযোগী দেশগুলোর বিপক্ষে জয় পেলেও বড় দলগুলোর বিপক্ষে হারকে সঙ্গী করেই মাঠ ছাড়তে হচ্ছে টাইগারদের।
অষ্টম আসরের আগে এশিয়া কাপে এক ম্যাচেও জয়ের দেখা পায়নি টিম টাইগার্স। এরপর আরব আমিরাতের বিপক্ষে সিরিজে জয়ের দেখা পেলেও ত্রিদেশীয় সিরিজে আসে ফের আগের রূপে ফিরে যায় সাকিব বাহিনী।
নিউজিল্যান্ড ও পাকিস্তানের সঙ্গে খেলা ত্রিদেশীয় সিরিজের এক ম্যাচেও জয় পায়নি বাংলাদেশ। এরপর প্রস্তুতি ম্যাচেও আফগানিস্তানের বিপক্ষে হারকে সঙ্গী করে মাঠ ছাড়ে সাকিব বাহিনী।
দেশসেরা কোচ নাজমুল আবেদীন ফাহিমের মতে জাতীয় দলের প্রধান সমস্যাটা মানসিক। মানসিকভাবে শক্ত না থাকার কারণে দল হারের বৃত্তে আটকে রয়েছে বলে মনে করেছেন তিনি।
নিউজবাংলাকে ফাহিম বলেন, ‘গতবার আমরা দেশের কন্ডিশনে খেলেছিলাম, এবারে কিন্তু প্রেক্ষাপটটা ভিন্ন। নিউজিল্যান্ডের কন্ডিশন আর অস্ট্রেলিয়ার কন্ডিশন প্রায় কাছাকাছি। আর ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচটা আমরা যেভাবে লড়াকু ভঙ্গিতে খেলেছি সেটা কিন্তু একটা পজিটিভ দিক। মানসিক দিকটা এখন আমাদের প্রধান সমস্যা।’
মানসিক দৃঢ়তা ধরে রাখতে পারলে বিশ্বকাপে নিজেদের ফিরে পাবে টাইগাররা এমনটা মনে করেন ফাহিম। বিশ্বকাপের মতো বড় আসরে ধারাবাহিকতা একটি দলকে নিয়ে যেতে পারে অনেক দূর অভিমত তার।
ফাহিম যোগ করেন, ‘পাকিস্তানের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে মানসিক উন্নতির একটা জানান আমরা পেয়েছি। এই জিনিসটা ধরে রাখতে পারলে আমরা জয় পাব। বলছি না যে এখনই সেটা হবে, কিন্তু এটা ধরে রাখলে ভালো কিছু সম্ভব দলের কাছ থেকে পাওয়া।’