ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্টহাম ইউনাইটেডের বিপক্ষে জয় পেয়েছে লিভারপুল। অলরেডদের হয়ে একমাত্র গোলটি করেন ডারউইন নুনিয়েস।
রাতের আরেক ম্যাচে ব্রেন্টফোর্ডের মাঠ থেকে গোলশূন্য ড্র নিয়ে ফিরেছে চেলসি।
ঘরের মাঠ অ্যানফিল্ডে বুধবার রাতের ম্যাচে ১-০ গোলে জিতেছে লিভারপুল। টানা দুই জয়ে ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে ইয়ুর্গেন ক্লপের দল।
দারুণ শুরু করা লিভারপুল ২২তম মিনিটে লিড নেয়। কস্তাস সিমিকাসের কাছ থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করেন উরুগুয়ের ফরোয়ার্ড নুনিয়েস।
পরের মিনিটে আরও একটি সুযোগ পান নুনিয়েস। এবার আর কাজে লাগাতে পারেননি তিনি। পাল্টা আক্রমণে প্রথমার্ধের শেষ দিকে গোল হজম থেকে বেঁচে যায় লিভারপুল।
দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে আবারও আক্রমণের চেষ্টা করেন ক্লপের শিষ্যরা, তবে কোনো গোলের দেখা পায়নি তারা। এতে করে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।
রাতের আরেক ম্যাচে ব্রেন্টফোর্ডের সঙ্গে ড্র করে পয়েন্ট ভাগ করতে হয় গ্রাহাম পটারের শিষ্যদের।
প্রতিপক্ষের মাঠে বল দখল এবং আক্রমণে এগিয়ে থেকে একাধিক সুযোগ তৈরি করেছিলেন চেলসির ফুটবলাররা। কিন্তু ফিনিশিং নিখুঁত না হওয়ায় স্বাগতিকদের জালে বল জড়াতে পারেননি তারা।
৬৭ শতাংশ বল দখলে রেখে চেলসির নেয়া ১৪ শটের মধ্যে চারটি লক্ষ্যে ছিল। বিপরীতে আট শট নিয়ে ব্লুজদের সমান বল লক্ষ্যে রাখতে পেরেছে সম্প্রতি ওপরের সারির দলগুলোর বিপক্ষে ভালো পারফরম্যান্স উপহার দেয়া ব্রেন্টফোর্ড। ঘরের মাঠে স্বাগতিকরাও একাধিক গোলের সুযোগ হাতছাড়া করেছে।
এ নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ পর থামল চেলসি। লিগে আগামী ২২ অক্টোবর চেলসির প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেড।
ইংলিশ প্রিমিয়ার লিগে ১০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। ৪ পয়েন্ট কম নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি। আর ২০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে চেলসি।