বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জেমিকে ক্ষতিপূরণের নির্দেশ ফিফার, আপিলে যাবে বাফুফে

  •    
  • ২০ অক্টোবর, ২০২২ ১৩:০৬

চলতি বছরের শুরুতে আনুষ্ঠানিকভাবে স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরাকে নিয়োগ দিলে ফেরার পথ বন্ধ হয়ে যায় জেমির। যা নিয়ে সমঝোতায় আসার চেষ্টা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক কোচ জেমি ডের চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে গত সেপ্টেম্বরে অব্যাহতি দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। মেয়াদ শেষ হওয়ার আগে এমন বিদায়ে ইংলিশ এ কোচ অভিযোগ করেন ফিফার কাছে। কোচের এ দেনা-পাওনা ইস্যুতে আবারও বাফুফেকে ক্ষতিপূরণ দিতে নির্দেশনা দেয় ফিফা। তবে জরিমানার পরিমাণ এখনও প্রকাশ করেনি বাফুফে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ নির্দেশনা পাওয়ার বিষয়টি স্বীকার করে বুধবার রাতে ভিডিও বার্তায় জানিয়েছেন, বাফুফের পক্ষ থেকে এ বিষয়ে আইনি দিক খতিয়ে দেখছেন তারা।

আবু নাঈম বলেন, ‘জেমি ডে তার বেতনভাতা, পাওনা নিয়ে ফিফার কাছে অভিযোগ করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ফিফা এই আবেদন আংশিকভাবে গ্রহণ করে। তারা বাফুকে-কে নির্দিষ্ট পরিমাণ আর্থিক ক্ষতিপূরণ পরিশোধের অনুরোধ জানায়। সংশ্লিষ্ট বিষয়ে ফিফার কাছে যথাযথ আপিল করার জন্য বাফুফের লিগ্যাল ডিপার্টমেন্ট কাজ করছে।’

জেমির চুক্তি চলতি বছরের আগস্ট পর্যন্ত থাকলেও গত বছর অক্টোবরে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের ১৫ দিন আগে তাকে ছুটি দেয়া হয়। পরে দলের দায়িত্ব তুলে দেয়া হয় বসুন্ধরা কিংসের তখনকার কোচ অস্কার ব্রুসনের হাতে।

সাফের ব্যর্থ মিশনের পর আবারও কোচ পরিবর্তন করে দলের দায়িত্ব দেয়া হয় আবাহনী লিমিটেডের কোচ মারিও লেমোসকে। এর পর তিনি চলে গেলেও দায়িত্ব ফেরানো হয়নি জেমিকে।

চলতি বছরের শুরুতে আনুষ্ঠানিকভাবে স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরাকে নিয়োগ দিলে ফেরার পথ বন্ধ হয়ে যায় জেমির। যা নিয়ে সমঝোতায় আসার চেষ্টা করছে বাফুফে।

এর আগেও বাংলাদেশ ফুটবল দলের কোচিংয়ের দায়িত্বে থাকা লোডভিক ডি ক্রুইফ ও রেনে কোস্টার পাওনা চেয়ে ফিফার দ্বারস্থ হয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতে বাফুফে বড় অঙ্কের ক্ষতিপূরণ দিতেও বাধ্য হয়েছিল।

এ বিভাগের আরো খবর