ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইউনাইটেডের হয়ে গোল দুটি করেন ফ্রেড ও ব্রুনো ফার্নান্দেজ।
এ জয়ে এক ম্যাচ পর লিগে জয়ের স্বাদ পেল ইউনাইটেড। গত রাউন্ডে ঘরের মাঠে নিউকাসল ইউনাইটেডের সঙ্গে গোলশূন্য ড্র করে তারা।
এ ম্যাচেও শুরুর একাদশে জায়গা পাননি পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালডো। রোনালডোর জন্য বিষয়টিকে যেন রীতিতে পরিণত করেছেন কোচ এরিক টেন হাখ।
লিগে অষ্টমবারের মতো ৫ বারের ব্যলন ডরজয়ী তারকাকে দেখা গেছে সাইড বেঞ্চে। ম্যাচের ৮৯তম মিনিটে তিনি ক্ষুব্ধ হয়ে মাঠ থেকে বেরিয়ে যান।
ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে বুধবার রাতের ম্যাচের শুরু থেকেই দারুণ উজ্জীবিত দেখা যায় ম্যানইউকে। একের পর এক আক্রমণের শিকার হলেও টটেনহামের গোলরক্ষক হুগো লরিস প্রথম ২৫ মিনিটে ইউনাইটেডের পাঁচ আক্রমণ ঠেকিয়ে দেন।
প্রথমার্ধে গোল সেভ করলেও শেষ পর্যন্ত গোল হজম করা থেকে দলকে রক্ষা করতে পারেননি তিনি।
দ্বিতীয়ার্ধের খেলা শুরুর দুই মিনিটের মাথায় গোল পেয়ে যায় ম্যানচেস্টর ইউনাইটেড। জেইডন সানচো বক্সের ভেতর থেকে বাইরে পাস দেন ফ্রেডকে। ব্রাজিলীয় এ মিডফিল্ডারের শটটি শুরুতে টটেনহ্যামের ডিফেন্ডার বেন ডেভিসের পায়ে লেগে। পরে দিক পাল্টে বল জালে জড়ায়।
ম্যাচের ৬৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রুনো ফার্নান্দেজ। বক্সে ফ্রেডের শট টটেনহ্যামের এরিক ডায়ারের পায়ে লেগে লক্ষ্যভ্রষ্ট হয়। চমৎকার ফিরতি শটে সফরকারীদের জালে বল পাঠান ফ্রেড। এতে করে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়েন টেন হাখের শিষ্যরা।
১০ ম্যাচে ছয় জয় ও এক ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে পাঁচে আছে ইউনাইটেড। এক ম্যাচ বেশি খেলে ২৩ পয়েন্ট নিয়ে তিনে টটেনহ্যাম।
রাতের আরেক ম্যাচে ব্রেন্টফোর্ডের সঙ্গে গোলশূন্য ড্র করেছে চেলসি। ১০ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে চেলসি।
ওয়েস্টহ্যাম ইউনাইটেডের বিপক্ষে ১-০ গোলে জেতা লিভারপুল ১৬ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে। আর ১০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটি দ্বিতীয় এবং ২৭ পয়েন্ট নিয়ে আর্সেনাল আছে শীর্ষে।