গলফ খেলতে গিয়ে ইনজুরিতে পড়েন ইংল্যান্ডের উইকেটকিপার ব্যাটার জনি বেয়ারস্টো। ইনজুরির কারণে বিশ্বকাপ মিশন শেষ হয়ে যায় তার।
বেয়ারস্টোর পথেই হাঁটলেন অস্ট্রেলিয়ার উইকেটকিপার ব্যাটার জশ ইংলিস। স্থানীয় একটি গলফ ক্লাবে গফল খেলার সময় ইনজুরিতে পড়েন তিনি।
প্রাথমিক অবস্থায় এটা নিশ্চিত যে লম্বা সময়ের জন্য ২২ গজ থেকে ছিটকে গেছেন তিনি। আর সে কারণেই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হবে না অজি এই ক্রিকেটারের। বুধবার অস্ট্রেলিয়া দলের এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘স্থানীয় একটি গলফ ক্লাবে খেলতে গিয়ে চোট পেয়েছেন ইংলিশ। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নেয়া হয়েছে। চোট দেখে প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে লম্বা সময়ের জন্য মাঠে নামা হবে না তার।’
তিনি আরও বলেন, ‘এখনও আনুষ্ঠানিকভাবে কিছু বলা যাচ্ছে না। স্ক্যানের পর বোঝা যাবে কতটা গুরুতর তার ইনজুরি।’
এখন পর্যন্ত অজিদের হয়ে ৯টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন ইংলিশ। ২২ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে খেলার সম্ভাবনা ছিল তার।