বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জিম্বাবুয়েকে হারিয়ে টিকে রইল উইন্ডিজ

  •    
  • ১৯ অক্টোবর, ২০২২ ১৯:০৯

৩১ রানের জয়ে সুপার টুয়েলভের লড়াইয়ে টিকে রইল উইন্ডিজ। ক্যারিবীয়দের দেয়া ১৫৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১২২ রানে থেমে যায় জিম্বাবুয়ের ইনিংসের চাকা।

স্কটল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপের বাছাইপর্ব শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। সে হারে শঙ্কা জাগে উইন্ডিজের বিশ্বকাপে সুপার টুয়েলভে খেলা নিয়ে। সে শঙ্কা কিছুটা কমল ক্যারিবীয়দের।

জিম্বাবুয়ের বিপক্ষে ৩১ রানের জয়ে সুপার টুয়েলভের লড়াইয়ে টিকে রইল উইন্ডিজ। ক্যারিবীয়দের দেয়া ১৫৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১২২ রানে থেমে যায় জিম্বাবুয়ের ইনিংসের চাকা।

হোবার্টে টসে জিতে ব্যাট করতে নেমে দলীয় ২৮ রানে সাজঘরের পথ ধরেন কাইল মায়ার্স। এরপর এভন লুইসকে নিয়ে ঝড় শুরু করেন জনসন চার্লস। ৩৬ বলে ৪৫ করা চার্লস বিদায় নেয়ার পর ভেঙে পড়ে উইন্ডিজের ব্যাটিং লাইন আপ।

শেষ দিকে রভম্যান পাওয়েলের ২১ বলে ২৮ ও আকিল হোসেনের অপরাজিত ১৮ বলে ২৩ রানের সুবাদে ৭ উইকেটের খরচায় ১৫৩ রানের পুঁজি নিয়ে মাঠ ছাড়ে ক্যারিবীয়রা।

জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরুর পর মোমেন্টাম হারায় জিম্বাবুয়ে। মারকুটে শুরু করলেও আলজারি জোসেফ ও জেসন হোল্ডারের বোলিং তোপের সামনে দাঁড়াতে পারেননি ব্যাটাররা।

২৯ রান করেন লুক জঙ্গওয়ে আর ২৭ রান আসে ওয়েসলি মাধেভেরের ব্যাট থেকে। ৪৭ রানে শুরু হওয়া ব্যাটিং বিপর্যয়ে শেষ পর্যন্ত তারা থামে ১২২ রানে। তাতে ৩১ রানের জয়ে সুপার টুয়েলভের লড়াইয়ে টিকে থাকে উইন্ডিজ।

উইন্ডিজের হয়ে ১৬ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন আলজারি জোসেফ।

এ বিভাগের আরো খবর