২০২৩ সালের ৫ জানুয়ারি পর্দা উঠতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের নবম আসরের। বিপিএলকে সামনে রেখে শুরু হয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলোর আনুষ্ঠানিকতা।
বুধবার ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেডের মালিকানাধীন সিলেট উন্মোচন করেছে তাদের লোগো ও থিম সং। সেই সঙ্গে ঘোষণা করেছে সরাসরি সাইনিংয়ে বিদেশি ক্রিকেটার ও তাদের আইকন খেলোয়াড়ের নাম।
ফ্র্যাঞ্চাইজিটি তাদের আইকন খেলোয়াড় হিসেবে দলে ভিড়িয়েছে জাতীয় দলের সফলতম অধিনায়ক মাশরাফি মোর্ত্তজাকে। দলীয় সূত্র নিউজবাংলাকে জানিয়েছে, এবারের সিলেট স্ট্রাইকার্সের অধিনায়কের দায়িত্বও পালন করবেন তিনি।
পাশাপাশি সাথে চার বিদেশি ক্রিকেটারের নামও ঘোষণা করে সিলেট। তারা হলেন পাকিস্তানের মোহাম্মদ আমির, শ্রীলঙ্কার ধনঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা ও কামিন্দু মেন্ডিস।
রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে মাশরাফির উপস্থিতিতে মনোমুগ্ধকর ডিজিটাল প্রদর্শনীর মাধ্যমে লোগো উন্মোচন হয়।
অনুষ্ঠানে দলটির সাপোর্ট স্টাফদের নামও জানানো হয়। সিলেট স্ট্রাইকার্সের সহকারী কোচ হিসেবে থাকছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক রাজিন সালেহ। পেইস বোলিং কোচ সৈয়দ রাসেল, ম্যানেজার নাফিস ইকবাল, ব্র্যান্ড অ্যাম্বাসেডরের দায়িত্ব দেয়া হয়েছে হাসিবুল হোসেন শান্তকে।