বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

স্কটল্যান্ডকে হারিয়ে আশা বাঁচিয়ে রাখল আয়ারল্যান্ড

  •    
  • ১৯ অক্টোবর, ২০২২ ১৪:৪৪

স্কটল্যান্ডের দেয়া ১৭৬ রানের বড় লক্ষ্য টপকে এক ওভার আগেই ৬ উইকেটে জিতেছে অ্যান্ড্রু বলবার্নির দল। এ জয়ে সুপার টুয়েলভে যাওয়ার আশা বাঁচিয়ে রাখল আয়ারল্যান্ড। বি-গ্রুপে এখন স্কটল্যান্ড, আয়ারল্যান্ড আর জিম্বাবুয়ে তিন দলের একটি করে জয় রয়েছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটি হারলেই বাদ পড়ত আয়ারল্যান্ড। এমন সমীকরণ মাথায় রেখে দারুণ জয় তুলে নিয়েছে আইরিশরা। স্কটল্যান্ডের দেয়া ১৭৬ রানের বড় লক্ষ্য টপকে এক ওভার আগেই ৬ উইকেটে জিতেছে অ্যান্ড্রু বলবার্নির দল।

এ জয়ে সুপার টুয়েলভে যাওয়ার আশা বাঁচিয়ে রাখল আয়ারল্যান্ড। বি-গ্রুপে এখন স্কটল্যান্ড, আয়ারল্যান্ড আর জিম্বাবুয়ে তিন দলের একটি করে জয় রয়েছে।

বড় রান তাড়ায় ওপেনার ব্যাটার অ্যান্ড্রু বলবার্নি ১৪ রান ও পল স্টার্লিং ৮ রান করে বিদায় নিলে চাপে পড়ে আয়ারল্যান্ড। দ্বিতীয় দফায় তারা আবারও ধাক্কা খায় ৪ রানের ব্যবধানে লোরকান টাকার ২০ ও হ্যারি টেক্টর ১৪ রানে আউট হলে।

১০.৩ ওভারে ৬১ রানে ৪ উইকেট হারিয়ে ম্যাচের এক প্রকার নিয়ন্ত্রণ হারায় আয়ারল্যান্ড। কিন্তু বাকি ৯.৩ ওভার উইকেটে থেকে পুরো দৃশ্যপট পাল্টে দেন কারটিস ক্যাম্ফার আর জর্জ ডকরেল।

২৭ বলে ৫০ রান তোলে এই জুটি। পঞ্চম উইকেটে দুই ব্যাটসম্যান এক শতে পৌঁছান আরও ২৩ বল খেলে। ততক্ষণে ক্যাম্ফার ২৪ বলে ৩ চার ও ২ ছয়ে হাফ সেঞ্চুরি তুলে নেন।

ডকরেল-ক্যাম্ফার মারকুটে ব্যাটিংয়ে ডেথ ওভারের আগে জয়ের ভিত গড়ে ফেলেন। ১৭তম ওভার শেষে স্কোর দাঁড়ায় ১৫৩।১৯তম ওভারের শেষ তিন বলে জশ ডেভিকে টানা তিন চার মেরে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ক্যাম্ফার। এক ওভার হাতে রেখেই ৪ উইকেট হাতে রেখে ১৮০ রান তুলে জয় পেয়ে যায় আয়ারল্যান্ড।

৩২ বলে ৭ চার ও ২ ছয়ে ৭২ রানের অপরাজিত একটি ইনিংস খেলেন ক্যাম্ফার। বল হাতেও মাত্র ৯ রান দিয়ে ২ উইকেট নিয়ে প্রত্যাশিতভাবে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন তিনি।

অন্য প্রান্তে ২৭ বলে ৪ চার ও ১ ছয়ে ৩৯ রানে অপরাজিত ছিলেন ডকরেল। দুজনের জুটি ছিল ৫৭ বলে ১১৯ রানের।

এর আগে হোবার্টের বেলেরিভ ওভালে আগে ব্যাটিংয়ে নেমে স্কটল্যান্ডের ওপেনার মাইকেল জোনস জ্বলে ওঠেন। ৫৫ বলে ৮৬ রানের দারুণ একটি ইনিংস খেলেন তিনি। ৬ চার ও ৪ ছয়ের মার মারেন জোনস।

এ ছাড়া ম্যাথু ক্রসের ৫৯ রানের সঙ্গে ও অধিনায়ক রিচি বেরিংটনের ৩৭ রানে ভর করে ৫ উইকেট হারিয়ে ১৭৬ রানের টার্গেট দেয় স্কটল্যান্ড ।

এ বিভাগের আরো খবর